সিয়ামের চাঁদ

সিয়ামের মাস এলো, এলো রমজান,
খোকা খুকি সেজে গুজে বেশ হয়রান।
মসজিদে ঢল নামে তারাবির টাইম,
ঢুলু ঢুলু চোখে খোকা, তোলে শুধু হাইম।
রাত ভর ঘুম নেই, মনে বেশ ভয়,
সেহরির টাইম বুঝি আজ শেষ হয়।
কাল থেকে অর্ধেক রোজা তার শুরু,
খুশিতে মন তাই বেশ উড়ু উড়ু।
শিশুদের খুশিতে হেসে দেয় চাঁদ,
ঘুম ঘুম স্বপ্নে করে মোলাকাত।


কবিতাঃ সিয়ামের চাঁদ
© শামীম রেজা
২৯/০৬/২০১৪

Post Comment

জেগে ওঠ মুজাহিদ

গোল গোল শোরগোল পড়ে যায় পারাতে,
রাত গুলো নির্ঘুম প্রিয় দল হারাতে।
সাপোর্টিং প্রিয় টিম মারে বিগ সট,
তরুনের উল্লাস মাথা ভজগট।
কেউ খেলে জুয়া আর কেউ ধরে বাজি,
প্রিয় টিম জিতে গেলে খাওয়া হবে আজি।
এই হলো এদেশের তরুনের হাল,
ডানে বামে সবদিকে শয়তানী জাল।
ঘুম ভেঙে পোস্ট করে, জিতে যাবো আজ
খেলা হবে মেলা হবে, অফ সব কাজ।
দিকে দিকে মুসলিম মার খায় রোজ,
উম্মাহর কল্যানে নাই কারো খোঁজ।
সিংহরা মেতে আছে নাচ আর গানে,
ইঁদুরেরা এই ফাঁকে বিষ দাত হানে।
নারী আর শিশুদের কান্নার রোল,
এইবার এইবার চোখ কান খোল।
জেগে ওঠ মুজাহিদ, সিংহের দল,
ছিড়ে ফেল, পিষে ফেল, বাতিলের ঢল।

কবিতাঃ জেগে ওঠ মুজাহিদ
© শামীম রেজা
২৯/০৬/২০১৪

Post Comment