চাঁদে সাঈদী


রাসূল (সঃ) এর মেরাজে গমনের ঘটনা পড়লেও অনেকের (অবিশ্বাসীদের) হাসি পায়। তাই বলে ব্যাপারটা এমননা যে হাদিস গ্রন্থ থেকে মেরাজ সম্পর্কিত লেখা সমূহ মুছে দিতে হবে।
যে রাতে সাঈদী সাহেবের ছবি চাঁদে দেখা গিয়েছে বলে ব্যাপকভাবে খবর ছড়িয়ে পড়ে সে রাতে আমি আত্মগোপনে রুদ্ধদ্বার একটা রুমে বন্দী থাকায় চাঁদটি দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু এমন অনেকের কথা শুনেছি যারা দেখেছেন, আবার অনেকেই দেখেননাই। তাই ব্যাপারটিকে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলেই রেখে দিয়েছি কোন সিদ্ধান্তে উপনীত হতে পারিনাই।
আমাদের এক দায়িত্বশীল এবং তার ছোট ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্রলীগ কর্মী, দুজনেই ছাদে উঠেছিলেন চাঁদে সাঈদি সাহেবের ছবি দেখার জন্য। মজার ব্যাপার হচ্ছে যিনি শিবির করেন তিনি কিছুই দেখলেননা আর যিনি ছাত্রলীগ করেন তিনি চিৎকার করে উঠলেন "হ্যা, তিনি দেখেছেন!"
লক্ষ লক্ষ মানুষ সেদিন চাঁদে সাঈদী সাহেবকে দেখে রাজপথে নেমে এসেছিলেন। এখন এইযে কেউ দেখলেন আর কেউ দেখলেননা এটার ব্যাখ্যা ভিন্ন হতে পারে, তাই বলে যারা দেখেছেন তাদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্যের মানে হচ্ছে নিজের ক্ষুদ্র মানসিকতা উন্মোচন করা।
আল্লাহ যদি কাউকে কিংবা কোন একটি জনগোষ্ঠীকে কোন মুজিযা দেখাতে চান সেটা তিনি দেখাতেই পারেন। নাকি আল্লাহর ক্ষমতা সম্পর্কে কোন সন্দেহ আছে?

© শামীম রেজা
Like
Comment
Comments
Asadullah Galib সমালোচনার নামে এরা যে কি করে তা বোধহয় নিজেরাও জানেনা!
Md Saiful Islam আমাদের বিশ্ববিদ্যালয় এর এক শিক্ষক ক্লাসে বলেছিলেন, যে বিশ্বাস করে চাদে সাঈদী সাহেব কে দেখা সম্ভব না,তার ঈমান থাকবেনা। কারন আল্লাহর পক্ষে এটা সম্বভ -এটা ঈমান রাখতে হবে,এটা আল্লাহর ক্ষমতার বাইরে নয়। কে দেখেছে বা দেখিনি এটা নিয়ে বিতর্ক থাকতে পারে,কিন্তু আল্লাহরর পক্ষে দেখানো সম্ভব এটা ঈমান রাখতেই হবে। উনি নিজেই বলেছেন, আমি নিজ চোখেই দেখেছি!
Shamim Reja // কে দেখেছে বা দেখিনি এটা নিয়ে বিতর্ক থাকতে পারে,কিন্তু আল্লাহরর পক্ষে দেখানো সম্ভব এটা ঈমান রাখতেই হবে। উনি নিজেই বলেছেন, আমি নিজ চোখেই দেখেছি!// like emoticon
Shamim Reja
Write a reply...
Akkel Miah kawsir bhaikey bolen..... amaro bissash hoi ni.... kintu jhara asobey bissash korey Allah jodi tader dristy vromo korey ekta manusher proti jhonoghoner valobasha prokash korey den tobey ta amra ossikar kori kyamney!
Saimum Ctg ভাই কিসের সাথে কি তুলনা করেন?চাদেঁ সাহাবি দের দেখা যায়নি,তাবেঈন দের দেখা যায়নি, তবে তাবেঈন দের দেখা যায়নি সাঈদী সাহেব কে দেখা যাবে?ব্যাপার টা হাস্যকর বটে।
Shamim Reja আপনি দেখেননাই, আমিও দেখিনাই। কিন্তু যারা দেখেছেন বলে ঘোষণা দিয়েছেন তাদের মিথ্যেবাদী বলেন কিভাবে?
আর কোরআন কিংবা হাদীসের কোথাও কি লেখা আছে যে আল্লাহ সাহাবী, তাবেঈন কিংবা তাবে তাবেঈনদের পরে আর কোন মুজিযা দেখাবেননা?
Saimum Ctg ভাই তাহলে এটা দেখতে চাই যে রাসুল (সা:)এর যুগ সাহাবীদেরযুগের পর মুজেজা দেখানো হবে এই রকম কুরান সুন্নাহ রেফারেন্স।
Akkel Miah onek mujija e duniatey e hoyechey er porey...pir sufi der namey o airokom bohu ghotona achey....!
Saimum Ctg Akkel Miah@রেফারেন্স প্লিজ।
Akkel Miah apni ki pagol naki islam biddheshi . .....! Mujijhatey bissash na rakha islami aqidar poriponthi. . . Apnader chitagonger pir aowliyader somporkey kono kahini e ki apni shunen ni, naki oisob o Quran e astey hobey. . . . ,ar reference maney ki? Jha apni jhanen, ami jhani tar abar reference ki. . . ? , apni ki nijekey khub chalak money kortechen. ? Hasina ekta zalem oposhasok fascist aitar reference den. .. . . ,
Saimum Ctg বুঝতে পারছি আপনি আন্ধা।
Musam Redkulat ভাই এত আলোচনা সমালোচনা না করে যার যার বিশ্বাষের উপর ছেড়ে দিতে আপত্তি কেন?
Shamim Reja
Write a reply...
আরিফ আজাদ প্রথমত, সেদিন নোয়াখালির একজনের অনুরোধে আমিও চাঁদের দিকে অনেকক্ষন তাকিয়ে ছিলাম।তাকে আমি খুব বিশ্বাস করি।জানতাম, সে আমায় এরকম ভুল কিছু বলে বোকা বানাবেনা, অন্তত সেদিনের সেই মূহুর্তে।সে জোর গলায় বলেছিল যে সে দেখেছে।কিন্ত সত্য কথা হচ্ছে, সেদিন চাঁদে আমি সেরকম কিছুই দেখিনি।আমি দেখিনি বলেই যারা দেখেছে বলে দাবি করছে, তাদের প্রতি সম্মান রেখে এর জন্য একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছিলাম। চিটাগংয়ের কড়লডেঙ্গা নামক একটি এলাকায় একটি মাজার আছে।বোয়ালি কালন্দর শাহের মাজার নামে।এই পীরের নামে একটি থানার নামও আছে- 'বোয়ালখালী' নামে।জনশ্রুতি আছে, সেই পীরের ওরশের দিন যখন প্রথম মহিষের গলায় ছুরি দেওয়া হয়,তখন মাজারের আশপাশের গাছগুলোর আগা দিয়ে ধোঁয়া বের হয়।ব্যাপারটা এখনও সেখানকার হাজার হাজার মানুষ সত্য বলে দাবি করে এবং এও বলে যে তারা নিজে দেখে।আমি একবার ব্যাপারটি দেখতে গিয়েছিলাম।বিলিভ মি, এত চেষ্টার পরও আমি সেখানে ধোয়া জাতীয় কিছুই দেখিনি।এটা সেখানে বিশাল সংখ্যক লোকের মাঝে প্রচারিত হয়ে যাওয়ায় তাদের অবচেতন মন ঠিক ধোয়ার মত কিছু একটা তাদের মস্তিষ্কের স্নায়ুতে শো করায়।যার ফলে তারা ধরে নেয় যে তারা সেটা আসলেই দেখছে।সাঈদি সাহেবকে চাঁদে দেখার ব্যাপারটিকেও আমি এরকম ভাবি।

(যেহেতু সেদিন অনেক চেষ্টা করেও আমি সেরকম কিছুই দেখিনি,তাই আমি ব্যাপারটিকে এরকম ভাবি।তবে যারা দেখেছে দাবি করে,তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে)
Amzad Hossain ইংরেজিতে এটিকে অপটিক্যাল ইলিউশ্যন বলে । এটি সংক্রামক ।
Shamim Reja
Write a reply...
Salahuddin Nasim আমার ধারানাই নাই ব্যাপারটা কি করে ছড়িয়েছিল । এটা হচ্ছে ব্যাপার যে চাদে সবার মুখচ্ছবি ই দেখা সম্ভব ! যার প্রতি খুব মহব্বত তার নাম নিয়ে পাচ সাত মিনিট তাকিয়ে থাকুন দেখবেন তার ছবি ই দেখা যাচ্ছে । ঐ সময়ে আল্লামা সাইদী বাংলার প্রতিটি মানুষের মনে মুখে ছিল । যারা আবেগী তার প্রতি ভালোবাসার একটু টান ও আছে তারা দেখতেই পারে ! এমনটা হতে কোন ব্যাখ্যার দরকার হয়না ।
Musam Redkulat ভাই আমি নিজচোখে দেখেছি সাথে আরো দু'চারজনকে দেখিয়ে নিশ্চিত হতে চেয়েছি এটা আমার মনের/চোখের ভুল কিনা!!!ব্যাপারটা যার যার বিশ্বাষ ও দৃষ্টিভঙ্গীর উপর ছেড়ে দেওয়াই ভাল,আলোচনা সমালোচনা করে সময় ব্যায় করার দরকার কি?
সুখী মানুষ তুচ্ছতাচ্ছিল্য করার মতই রটনা বটে। তবে চুপ থাকাটাই ভালো। আমার বিশ্বস অবিশ্বাস আমার কাছে।

Post Comment

No comments:

Post a Comment