বিচার মানি তালগাছ আমার

এক
স্বাধীনতার দীর্ঘ চল্লিশটি বছর পরে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু হলো। শুরুতেই জামায়াতীরা ত্যানা প্যাচাইতে লাগলো, এতো বছর পরে কেনো এই ইস্যু, আপনাদের সাথে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, তখন কেনো এই কথা উঠে নাই। এখন রাজনৈতিক কারণে এই ইস্যু সামনে আনা হইছে।
রাম-বাম’রা মার মার বলে তেড়ে এলো, ব্যাটা চল্লিশ বছরেও করিনাই তাতে কি হইছে, এখন করবো। অনেক দেরী হইছে আরনা! এবার একটা হেস্ত নেস্ত করে ছাড়বো! চল্লিশ বছরে করিনাই তাই এখন করতে পারবোনা এটা কেমন কথা?

দুই
অনলাইনে নাস্তিক/ইসলাম বিদ্বেষীরা আল্লাহ ও তার রাসূল(সঃ) সম্পর্কে দীর্ঘদিন ধরে অশ্লীল গল্প রচনা করছিলো। এমন কোনো নোংরা কথা নেই যেটা তারা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেনাই। যখন তাদের বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে যাচ্ছে, তারা রাজপথে এসেও তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তখন মুসলিম জনতার ধৈর্যের বাঁধ ভেঙে গেলো। নাস্তিক আল্লাহ দ্রোহীদের বিচারের দাবিতে মুসলিমরা পঙ্গপালের মতো রাজপথে নেমে এলো।
এবার রাম-বাম’রা পিছলাইতে লাগলো, এখন কেনো এই ইস্যু সামনে এলো, এই আকাম’তো আমরা বহুদিন ধরেই চালাচ্ছি! তবে আজ কেনো এই বিচারের দাবী। এর পিছনে রাজনীতি আছে।

শিক্ষাঃ বিচার মানি তালগাছ আমার

Post Comment

No comments:

Post a Comment