হুংকার ছাড়িলো বনের রাজা, সব গুলোকে দিবো সাজা,
কোথায় গেলি মন্ত্রী উজির, মূর্খ কেনো রইলো প্রজা?
ভয়ে কাপে উজির-নাজির, ভয়ে কাপে বন,
আমরা আপনার গোলাম হুজুর, অতি আপনজন।
হুকুম করুন শিক্ষা নিবে, বনের যতো পশু,
শাস্তি পাবে মূর্খ যারা, বাদ যাবেনা কিছু।
শিয়াল পন্ডিত, চশমা চোখে, ছড়ি ঘুড়ায় হাতে,
বিদ্যালয়ের সম্মুখেতে সব পশুকে ডাকে।
হাজির হলো, হাতি ঘোড়া, হাজির হলো পাখি,
বনের রাজা দেখেন সবি, জুড়িয়ে গেলো আঁখি।
বানর এলো, গাঁধাও এলো, আরো এলো মাছ,
শিয়াল স্যারের কান্ড দেখে, হাসিলো বট গাছ।
এইযে গাধা, এইযে বানর, এইযে জলের মাছ,
বনের মাঝে এত্তো বড়, বিশাল সেগুন গাছ,
বাওতো দেখি সবার আগে ধরবে যে মগ ডাল,
বনের রাজা অনার দিবে, একশো কেজি চাল।
বানর হলো সেরা ছাত্র, মৎস মিয়া ফেল
শিক্ষা ছেড়ে গাধা এখন ঘানি ভাঙে তেল।
হুক্কা হুয়ায় অনার নিলো, সব শিয়ালের ভাই।
শিল্পী বাবুই, গায়ক কোকিল, বিদ্যালয়ে নাই।
কবিতাঃ শিক্ষা ব্যবস্থা
শামীম রেজা
০৪/০২/২০১৪
কোথায় গেলি মন্ত্রী উজির, মূর্খ কেনো রইলো প্রজা?
ভয়ে কাপে উজির-নাজির, ভয়ে কাপে বন,
আমরা আপনার গোলাম হুজুর, অতি আপনজন।
হুকুম করুন শিক্ষা নিবে, বনের যতো পশু,
শাস্তি পাবে মূর্খ যারা, বাদ যাবেনা কিছু।
শিয়াল পন্ডিত, চশমা চোখে, ছড়ি ঘুড়ায় হাতে,
বিদ্যালয়ের সম্মুখেতে সব পশুকে ডাকে।
হাজির হলো, হাতি ঘোড়া, হাজির হলো পাখি,
বনের রাজা দেখেন সবি, জুড়িয়ে গেলো আঁখি।
বানর এলো, গাঁধাও এলো, আরো এলো মাছ,
শিয়াল স্যারের কান্ড দেখে, হাসিলো বট গাছ।
এইযে গাধা, এইযে বানর, এইযে জলের মাছ,
বনের মাঝে এত্তো বড়, বিশাল সেগুন গাছ,
বাওতো দেখি সবার আগে ধরবে যে মগ ডাল,
বনের রাজা অনার দিবে, একশো কেজি চাল।
বানর হলো সেরা ছাত্র, মৎস মিয়া ফেল
শিক্ষা ছেড়ে গাধা এখন ঘানি ভাঙে তেল।
হুক্কা হুয়ায় অনার নিলো, সব শিয়ালের ভাই।
শিল্পী বাবুই, গায়ক কোকিল, বিদ্যালয়ে নাই।
কবিতাঃ শিক্ষা ব্যবস্থা
শামীম রেজা
০৪/০২/২০১৪
No comments:
Post a Comment