ভালোবাসা দিবস


গাছের চিপায়, মালির কৃপায়, যুগল হলো দেখা
এমন সুযোগ পায়নি যুগল, হয়নি কভু একা।
পাগল যুগল পাগলামীতে, ভালোবাসা বেশ,
একটা সময় নিঃস্ব যুগল, নোংরামীতেই শেষ!
মালি পেলো ফিফটি টাকা, পুলিশ পেলো একই,
কলেজ ফাঁকি নিয়মিত, যাচ্ছে যুগল দেখি।
মালির মেয়েও পার্কে ঘুরে, তবে সেটা ভিন্ন,
একশো টাকা দিচ্ছে প্রেমিক, মালি সেথায় অন্য।
পুলিশেরও একটা মেয়ে, সাথে আছে ফ্রেন্ড,
নিরিবিলি দেখা করা মডার্ণ প্রেমের ট্রেন্ড।
চৌদ্দ তারিখ স্পেশালি ভালোবাসা চলবে,
প্রাইভেট আর কোচিং নামে, মিথ্যে প্রলাপ বলবে।
ওইযে যুগল যাচ্ছে দেখা, গাছের আড়াল হলো,
ভাইটি কাহার, বোনটি কাহার, চক্ষু এবার খোলো।
তোমার বোনের মূল্য কতো, একশো টাকার নোট?
বোনের কথায় পাচ্ছো নাকি, দিলে তোমার চোট?
তোমার পাশে যেই মেয়েটি সেওতো কারো বোন,
নিরিবিলি বসার আগে, কাপলোনাকি মন?!

কবিতাঃ ভালোবাসা দিবস
© শামীম রেজা
১০/০২/২০১৪

Post Comment

No comments:

Post a Comment