সম্মুখে বদরের প্রান্তর।


সম্মুখে বদরের প্রান্তর, সিদ্ধান্ত নেয়ার এখনি সময়, আমি কোন শিবিরে যাবো? মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তাবুতে, নাকি কাফের কুরাইশদের তাবুতে? নাকি রাসূল(সঃ) এর সাহাবা মুজাহীদদের সাথে দীপ্ত কন্ঠে উচ্চারণ করবো তাওহীদের জয়ধ্বনি?
সত্য এবং মিথ্যার ফয়সালা হয়ে যায় জিহাদের ময়দানে, চালুনীর ফাক গলে বেরিয়ে যায় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরীরা।
হে আল্লাহ আমাদের হিম্মত দাও, বুকে দাও ওমরের মত সাহস। সাহাবাদের ঈমানের তেজ কিছুটা হলেও আমাদের দান করো।
আমরা যেন শপথ নিতে পারি, আমাদের শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকা অবস্থায় আমাদের আন্দোলনের নেতৃবৃন্দের গায়ে একটি আঁচর কাটা সম্ভব হবেনা। নেতৃবৃন্দকে মুক্ত না করে ঘরে ফিরে যাবোনা ইনশাআল্লাহ।

৩০জানুয়ারী২০১৩

Post Comment

No comments:

Post a Comment