মাওলানা আবুল কালাম আযাদের বিচারের রায় হচ্ছে বিচারের নামে ভাওতাবাজী।
ধরা যাক তিনি মাস ছয়েকের মধ্যে ধরা পড়লেন, এর পরে যে দেশে তিনি ধরা পরবেন সে দেশে যদি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন? তখন আবার সেখানে সেই বিষয়টির শুনানী হতেও অনেক কালক্ষেপন হবে।
ধরা যাক সেই দেশ তার রাজনৈতিক আশ্রয় এ্যালাউ করলোনা, তাকে দেশে নিয়ে আসতেও কিন্তু অনেক আইনী জটিলতার সম্মুখীন হতে হব, এর মাধ্যেমেও কিন্তু কালক্ষেপণ হবে।
ধরা যাক তাকে দেশে ফিরিয়ে আনা হলো, সেতো দেশে এসে বলবে আমার নামে মামলা হয়েছে আমি জানিনা, আপনারা আমার অনুপস্থিতিতে কিভাবে আমার বিচার করলেন? তখন আবার এই বিষয়টির সুরাহা করতে হবে।
বলা যায় আবুল কালাম আযাদের বিচারের রায় কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আরেক বার ক্ষমতায় থাকতে চাইতে পারেন!
জনগণ দয়া করেন, আরেকটা ভোট ভিক্ষা দ্যান!!
২২জানুয়ারী২০১৩
ধরা যাক তিনি মাস ছয়েকের মধ্যে ধরা পড়লেন, এর পরে যে দেশে তিনি ধরা পরবেন সে দেশে যদি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন? তখন আবার সেখানে সেই বিষয়টির শুনানী হতেও অনেক কালক্ষেপন হবে।
ধরা যাক সেই দেশ তার রাজনৈতিক আশ্রয় এ্যালাউ করলোনা, তাকে দেশে নিয়ে আসতেও কিন্তু অনেক আইনী জটিলতার সম্মুখীন হতে হব, এর মাধ্যেমেও কিন্তু কালক্ষেপণ হবে।
ধরা যাক তাকে দেশে ফিরিয়ে আনা হলো, সেতো দেশে এসে বলবে আমার নামে মামলা হয়েছে আমি জানিনা, আপনারা আমার অনুপস্থিতিতে কিভাবে আমার বিচার করলেন? তখন আবার এই বিষয়টির সুরাহা করতে হবে।
বলা যায় আবুল কালাম আযাদের বিচারের রায় কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আরেক বার ক্ষমতায় থাকতে চাইতে পারেন!
জনগণ দয়া করেন, আরেকটা ভোট ভিক্ষা দ্যান!!
২২জানুয়ারী২০১৩
No comments:
Post a Comment