এলোরে বৈশাখ, উৎসবে চল,
রাজপথে নারী আর পুরুষের ঢল।
লাল নীল শাড়িতে মেয়ে গুলো ঢঙ্গি,
ফুল বাবু পুরুষেরা, লুল লুল ভঙ্গি।
মুসলিম গেলো কই, সব দেখি হিন্দু,
কপালে লাল টিপ, সিঁদুরের বিন্দু।
ধুতি গুলো প্যাচ দেয়া, মাথাতে টুপি নাই,
দেখলেই বুঝা যায়, হিন্দুর জাত ভাই।
ছবি আর মূর্তি, পূজো যেনো হবে আজ,
বাঙালির হাতে হাতে মূর্তির কারুকাজ।
এই হলো বৈশাখে বাঙালীর উৎসব,
মুসলিম মরে গেছে, হয়ে গেছে ভূত সব।
কবিতাঃ এলোরে বৈশাখ।
© শামীম রেজা
১৪/০৪/২০১৪
রাজপথে নারী আর পুরুষের ঢল।
লাল নীল শাড়িতে মেয়ে গুলো ঢঙ্গি,
ফুল বাবু পুরুষেরা, লুল লুল ভঙ্গি।
মুসলিম গেলো কই, সব দেখি হিন্দু,
কপালে লাল টিপ, সিঁদুরের বিন্দু।
ধুতি গুলো প্যাচ দেয়া, মাথাতে টুপি নাই,
দেখলেই বুঝা যায়, হিন্দুর জাত ভাই।
ছবি আর মূর্তি, পূজো যেনো হবে আজ,
বাঙালির হাতে হাতে মূর্তির কারুকাজ।
এই হলো বৈশাখে বাঙালীর উৎসব,
মুসলিম মরে গেছে, হয়ে গেছে ভূত সব।
কবিতাঃ এলোরে বৈশাখ।
© শামীম রেজা
১৪/০৪/২০১৪
No comments:
Post a Comment