টিস্যুটার খুব দাম, শুভ্র চেহারা,
নামী ব্রান্ড, দামী বেশ। সভ্য যাহারা,
কিনে নেয়, লুফে নেয়, লিমুজিন গাড়িতে।
শোভা পায় টিস্যুটি কোটি পতি বাড়িতে।
প্যাকেটে ঝিক মিক, রুচিশীল পরিচয়,
আদরে তুলে নেয়, যেনো হলো পরিণয়।
একদিন ঘাম ঝড়ে টিস্যুটি দরকার,
বাম হাতে তুলে নিলো, গুণধর সরকার।
হাব-ভাবে টিস্যুটি, আমি কি হনুরে,
রাজাদের রাজা বুঝি হয়ে আমি গেলুরে!
ঘাম শেষে টিস্যুটি, নোংরা হলো বেশ,
শুভ্র টিস্যুটা ডাস্টবিনে হলো শেষ।
প্রতিবাদে টিস্যুটি প্রাসাদে যেতে চায়,
মালিদের মেথরের ঝাটা পেটা খেয়ে যায়।
উৎসর্গঃ ডাক্তার ইমরান এইচ সরকার
কবিতাঃ সেই টিস্যুটি
© শামীম রেজা
০৪/০৪/২০১৪
নামী ব্রান্ড, দামী বেশ। সভ্য যাহারা,
কিনে নেয়, লুফে নেয়, লিমুজিন গাড়িতে।
শোভা পায় টিস্যুটি কোটি পতি বাড়িতে।
প্যাকেটে ঝিক মিক, রুচিশীল পরিচয়,
আদরে তুলে নেয়, যেনো হলো পরিণয়।
একদিন ঘাম ঝড়ে টিস্যুটি দরকার,
বাম হাতে তুলে নিলো, গুণধর সরকার।
হাব-ভাবে টিস্যুটি, আমি কি হনুরে,
রাজাদের রাজা বুঝি হয়ে আমি গেলুরে!
ঘাম শেষে টিস্যুটি, নোংরা হলো বেশ,
শুভ্র টিস্যুটা ডাস্টবিনে হলো শেষ।
প্রতিবাদে টিস্যুটি প্রাসাদে যেতে চায়,
মালিদের মেথরের ঝাটা পেটা খেয়ে যায়।
উৎসর্গঃ ডাক্তার ইমরান এইচ সরকার
কবিতাঃ সেই টিস্যুটি
© শামীম রেজা
০৪/০৪/২০১৪
No comments:
Post a Comment