বাংলার মুসলিম হয়ে গেছে বাঙালী,
মূর্তি মুখোশে, উৎসব কাঙালী।
নারী আর পুরুষে, ঢলা ঢলি জমলো,
ধর্মীয় গোড়ামি কিছুটা কমলো।
পোশাকে যাও আছে, করে দিবে নিঃশেষ,
নজরে চেনা দায়, ধর্মীয় বিশ্বেস।
মুসলিম মেয়ে গুলো হয়ে গেছে আধুনিক,
উগ্র লেবাসে, মৌ মৌ চারিদিক।
কপালে লাল টিপ, সিঁদুরের চিহ্ন,
নামে তারা মুসলিম, কাজ তবু ভিন্ন।
ছেলেরাও বসে নেই, একধাপ এগিয়ে,
রাজপথে ধুতি পরে, ঠ্যাং দুটি চেগিয়ে।
এই হলো ন্যাচারাল, বাঙালি মুসলিম,
দেখলেই জ্বর আসে, ভয়ে গা হিম হিম।
কবিতাঃ বাঙালী মুসলিম।
©শামীম রেজা
১৪/০৪/২০১৪
মূর্তি মুখোশে, উৎসব কাঙালী।
নারী আর পুরুষে, ঢলা ঢলি জমলো,
ধর্মীয় গোড়ামি কিছুটা কমলো।
পোশাকে যাও আছে, করে দিবে নিঃশেষ,
নজরে চেনা দায়, ধর্মীয় বিশ্বেস।
মুসলিম মেয়ে গুলো হয়ে গেছে আধুনিক,
উগ্র লেবাসে, মৌ মৌ চারিদিক।
কপালে লাল টিপ, সিঁদুরের চিহ্ন,
নামে তারা মুসলিম, কাজ তবু ভিন্ন।
ছেলেরাও বসে নেই, একধাপ এগিয়ে,
রাজপথে ধুতি পরে, ঠ্যাং দুটি চেগিয়ে।
এই হলো ন্যাচারাল, বাঙালি মুসলিম,
দেখলেই জ্বর আসে, ভয়ে গা হিম হিম।
কবিতাঃ বাঙালী মুসলিম।
©শামীম রেজা
১৪/০৪/২০১৪
No comments:
Post a Comment