কম্বল জিহাদের রহস্য কি?

বুঝলেন ভাই, গণতন্ত্র ইসলামে হারাম! আইন হবে একমাত্র আল্লাহ’র, এখানে মানুষের কোনো মতামতের মূল্য থাকতে পারেনা।
-জ্বি বুঝলাম!
আর একটা কথা, গণতান্ত্রিক উপায়ে ইসলাম প্রতিষ্ঠা করা কোনো দিনই সম্ভব নয়, ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পদ্ধতী হচ্ছে সশস্ত্র জিহাদ! জিহাদের কোনো বিকল্প নাই।
-হু, ঠিক বলেছেন।
এইযে বাংলাদেশে জামায়াত শিবির গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করতেছে, এভাবে বিপ্লব সম্ভব নয়। যতদিন তারা অস্ত্র ধারণ করবেনা ততদিন তাদের দ্বারা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভবনা।
-হ্যা, আপনার সাথে একমত।
তাইলে ভাই গণতান্ত্রিক পন্থা বাদ দিয়ে আমাদের সাথে যোগ দেন। সশস্ত্র বিল্পবের শপথ গ্রহণ করেন।
-কি বলেন ভাই? সশস্ত্র বিপ্লব শুরু হয়েছে নাকি? কবে শুরু হলো?
কেনো ভাই, আপনি দেখতেছেননা, সিরিয়ার অসহায় মা-বোনদের উপর কিভাবে নির্যাতন চালানো হচ্ছে, বার্মার নির্যাতিত মানুষের আর্তচিৎকার কি আপনার কানে পৌছায়না? আপনি কি অসহায় আফগান নারীর আর্তনাদ শুনতে পাননা?
-হ্যা, সেটাতো আমি জানি, আফগান, সিরিয়া, বার্মার নির্যাতিত মুসলিমদের দুঃখ দূর্দশা আমাকে কাঁদায়।
তাহলে আসেন আমাদের দলে যোগদান করেন, সশস্ত্র বিপ্লবের শপথ গ্রহণ করেন।
-সশস্ত্র বিপ্লব শুরু হইছে নাকি? কবে শুরু হইলো?!
আপনি কি সিরিয়ার মুজাহিদ ভাইদেরকে দেখছেননা? তারা কি বিপুল বিক্রমে জিহাদ চালিয়ে যাচ্ছে। ইরাকেতো একটা অঞ্চল নিয়ে খিলাফত প্রতিষ্ঠা করে ফেলছে।
-তাই নাকি? দারুণতো! কবে করলো? খুলিফা কে? নাম কি?
ইহুদীবাদী মিডিয়া এটা প্রচার করতে দিচ্ছেনা, খিলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে, খলিফার নামটা এখন গোপন আছে।
-ও! আচ্ছা!
আসেন, তাহলে আমাদের দলে, সশস্ত্র বিপ্লবের শপথ গ্রহণ করেন।
-বিপ্লব শুরু হয়ে গেছে নাকি? কবে শুরু হলো? কোথায় শুরু হলো?
আরে ভাই, সিরিয়াতে দেখেননা............?

ভাই কথা শুরু করলেন, ঢাকার জামায়াতে ইসলামী নিয়া, বাংলাদেশে ইসলামী বিপ্লবের উপায় নিয়া। আর কথার লেঞ্জা লাগাইয়া রাখছেন সিরিয়ার সাথে। আপনারা আসলে কি চান?
আপনারা কি বাংলাদেশে ইসলামী বিপ্লব চান, নাকি সিরিয়াতে যুদ্ধ করতে চান, ক্লিয়ার কাট কথা বলেন।
আপনারা যদি বিশ্বাস করেন, বাংলাদেশে সশস্ত্র পন্থায় বিপ্লব সম্ভব, তাহলে কাজ শুরু করেন, প্রস্তুতি গ্রহণ করেন। ভারতের সামরিক বাহিনীকে মোকাবেলার উপায় তৈরী করেন। অস্ত্র কারখানা তৈরী করেন।

জামায়াত বিশ্বাস করে, গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। জামায়াত সে চেষ্টা করে যাচ্ছে। তারা গণতান্ত্রিক উপায়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এদেশে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, ব্যাংক, বীমা, হাসপাতাল ইত্যাদি প্রতিষ্ঠা করেছে। আপনারা এখন পর্যন্ত কি করেছেন? একটা নজীর দেখান। অনলাইনে বিশাল বিশাল রচনা লেখা ছাড়া আপনারা আর কি করেছেন?
আপনাদের তৎপরতার একটা উদাহরণ দেখান।
প্লিজ ভাই, লেঞ্জা সিরিয়াতে নিয়ে যাবেননা। বাংলাদেশের কথা বাংলাদেশেই রাখেন।

"হে মুমিনেরা! তোমরা যা কর না, তা কেন বলো? তোমরা যা কর না, তা বলা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়।" সুরা সফ, আয়াত ২-৩।

লেখাঃ কম্বল জিহাদের রহস্য কি?
© শামীম রেজা
৩১/০৩/২০১৪

Post Comment

No comments:

Post a Comment