মতি শপ

ফটোশপ, মতিশপ,
সুতা গুলো হয় সাপ।
মুসা যাবে পাহাড়ে,
হিমালয় আহারে!
ওই উঁচু চূড়াটা,
উঠবে সে পুরাটা।
চারিদিকে হীম শীত,
মুসা মিয়া গায় গীত।
ওরে ভাই মতিরে,
নাই কোনো গতিরে।
যদি আমি পড়ে যাই,
হুট করে মড়ে যাই?
মতি হাসে খ্যাক, খ্যাক!
দূরবীণ খুলে দ্যাখ।
দেখা যায় চূড়াটা?
হয়ে গেছে পুরাটা।
এইবার নেয়ে আয়।
ভয়ে মুসা জমে যায়,
রেকর্ডের হবে কি,
হেরে যাবো তবে কি?
মতি হাসে খ্যাক খ্যাক!
কত বোকা তুই দ্যাখ!
মতি আলো আছেনা?
চূড়া মতি পুছেনা!
তুই জয়ী বাঙালী,
আমি খ্যাতি কাঙালী।
মুসা মিয়া হয় হিট,
মতি শপ করে চিট!
একদিন নেপালে,
কোন এক কপালে,
লিস্ট করে জয়ীদের,
হিমালয় জয়ীদের।
মুসা কই? নাম নেই।
ভুয়া বীর, ঝড়ে যায়,
মতিশপ ধরা খায়।

কবিতাঃ মতি শপ
© শামীম রেজা
৩১/০৩/২০১৪

Post Comment

No comments:

Post a Comment