স্বাধীনতার লড়াকু সৈনিক

হে তরুণ চুপ কেনো তুমি, চোখে ভ্রান্তির ঘোর,
জেগে ওঠো, খোলো, খোলো হৃদয়ের দোর।
চৌদিকে, দশদিকে দেখো, অত্যাচারীর থাবা,
মিলিয়ে দিয়েছে তারা, সাম্য ন্যায়ের আভা।
নির্যাতিতের ক্রন্দনে দেখো আকাশ বাতাস ভারী,
ছেলে হারা পিতা, বাবা হারা শিশু, সদ্য বিধবা নারী।
সীমান্তে মরে আমার ভাইয়েরা, উল্লাসিত খুনি,
নিরব সম্মতি শাসকের দল, ধ্যানমগ্ন মুনি।
পিলখানায় ধ্বসে জাতির দেয়াল, হায়েনা অট্ট হাসে,
আকাশ বাতাস ভারী হয়ে যায়, পঁচা গন্ধ লাশে।
সাতক্ষিরাতে ইসলাম লড়ে, শত্রু তাহার ভারত,
আমার ভাইয়ের লাশের বিনিময়ে ভারতের ঋণ ফেরৎ।
নুপুংসুকরা বসত গেড়েছে, আমার সেনাকুঞ্জে,
বাংলাদেশের শক্ত মাটি, ভেজা রক্তে রঞ্জে।
হে তরুণ চুপ কেনো তুমি, চোখে ভ্রান্তির ঘোর,
জেগে ওঠো, খোলো, খোলো হৃদয়ের ডোর।
শিবির তোমায় হাতছানি দেয়, মুক্তি আলোর পথ,
ছিড়ে খুড়ে ফেলো, জ্ঞানপাপীর যত-শত মতামত।
বাংলাদেশকে বেসেছে ভালো, হৃদয়ে করেছে নিবিড়,
স্বাধীনতার লড়াকু সৈনিক আমরা ছাত্রশিবির!

কবিতাঃ স্বাধীনতার লড়াকু সৈনিক
© শামীম রেজা
১৬/০২/২০১৪

Post Comment

No comments:

Post a Comment