ফেব্রুয়ারীর পঁচিশ তারিখ

ভারত দাদা আদা খেয়ে প্লান বানায় খুব,
বড়াই বাড়ির পরাজয়ে রইবেনাকো চুপ।
দেড়শতাধিক তারও অধিক, পরে ছিলো লাশ,
বাংলাদেশের দামাল ছেলে দিলো মহা বাঁশ।
ইচ্ছে ছিলো ভূমি দখল, বাংলাদেশের মাঠ,
ফিরে গেলো কাধে করে, সেনার লাশের খাট।
আমার দেশের গর্বিত সেই, গাজী বিডিআর,
ভারত দাদার গালে দিলো একটা ভীষণ চর।
ভারত দাদা রাগলো ভীষণ, দিলো মহা ঝাড়ি,
শেখ হাচিনা দিল্লি গেলো, সেথায় দাদার বাড়ি।
চাইলো ক্ষমা হাতটি ধরে, লইবে ইহার শোধ,
বিডিআর এর শিক্ষা হবে, সবগুলো নির্বোধ।
সেদিন ছিলো পঁচিশ তারিখ, ফেব্রুয়ারী মাস,
হৃদয় মাঝে স্মৃতিগুলো করুণ দীর্ঘশ্বাস!
ভীনদেশী ওই ডাকাতগুলো আমার দেশে এসে,
পিলখানাটা ভরিয়ে দিলো, আমার ভাইয়ের লাশে।
জানতো যারা আসল খবর, মূল কাহিনী সব,
কারাগারেই মরলো তারা, কেউ হারালো জব।
ফেব্রুয়ারীর পঁচিশ তারিখ দাদার খুশির দিন,
দিল্লি ফেরৎ নর্তকীদের তাক ধিনা-ধিন ধিন।
যতোই করো টালবাহানা, আনন্দ আর গান,
লক্ষ তরুণ শপথ নিলো, রাখবো দেশের মান।

কবিতাঃ ফেব্রুয়ারীর পঁচিশ তারিখ
(c) শামীম রেজা
২৪/০২/২০১৪

Post Comment

No comments:

Post a Comment