মাফ করে দিলাম

তিনটি বছর ধরে, পড়েছিলো অনাদরে,
এক বই ডাকাতের ঘরে।
চেস্টা করে অনেক দিবস, ব্যার্থ হলো মন,
বইটি আবার ফিরে পাবো, এই ছিলো স্বপন।
চোরটি ছিলো রসিক অতি, সবাই ডাকে নানা,
চোরাই বইয়ের পাহাড় তাহার, চোর বলতে মানা।
বইয়ের র‍্যাকে তালা মারা, লম্বা কাচের ওয়াল,
বইটি ফেরৎ চাইতে গেলে করতো শুধু ছল।
আজ দিবোনা, কাল দিবো বই, পরশু এসে নিয়েন,
কখনোবা বলতো হেসে দাবি ছেড়ে দিয়েন।
দাদার উপর দাদা আছে জানতোনা সেই চোর,
চাবি ছাড়াই তালা খুলে, ওপেন হলো ডোর।
ইচ্ছে হলেই মেরে দিতাম গোটা পাচেক বই,
ক্ষমা করে বুঝিয়ে দিলাম, আমি তেমন নই।

কবিতাঃ মাফ করে দিলাম
(c) শামীম রেজা
১৫/০২/২০১৪

Post Comment

No comments:

Post a Comment