দেখছো সবি, বুঝো সবি, জানো মনের খোঁজ।
চাচ্ছি শুধু তোমার কাছে, উদার তোমার হাত।
দিচ্ছো ঢেলে যাকে তাকে, দেখছোনা তার জাত।
একটুকু দাও, অল্প করে, ধুলার পরিমান,
তোমার ধুলো আমার কাছে পাহাড়ো সমান।
দাও করুণা, দয়া তোমার, অঢেল তোমার ধন,
তোমার দয়ায় দাও ভরিয়ে, ক্ষুদ্র আমার মন।
হে রহমান, রহিম তুমি, তুমি দয়াল দাতা।
তোমার দয়ায় পেলাম এমন, দয়াল পিতা মাতা।
একটুকু দাও, চাচ্ছি আবার, অল্প হলেও দাও,
তোমার তরে দু’চোখ ভরা, অশ্রু টুকু নাও।
কবিতাঃ প্রার্থনা
© শামীম রেজা
১০/০৪/২০১৪
চাচ্ছি শুধু তোমার কাছে, উদার তোমার হাত।
দিচ্ছো ঢেলে যাকে তাকে, দেখছোনা তার জাত।
একটুকু দাও, অল্প করে, ধুলার পরিমান,
তোমার ধুলো আমার কাছে পাহাড়ো সমান।
দাও করুণা, দয়া তোমার, অঢেল তোমার ধন,
তোমার দয়ায় দাও ভরিয়ে, ক্ষুদ্র আমার মন।
হে রহমান, রহিম তুমি, তুমি দয়াল দাতা।
তোমার দয়ায় পেলাম এমন, দয়াল পিতা মাতা।
একটুকু দাও, চাচ্ছি আবার, অল্প হলেও দাও,
তোমার তরে দু’চোখ ভরা, অশ্রু টুকু নাও।
কবিতাঃ প্রার্থনা
© শামীম রেজা
১০/০৪/২০১৪
No comments:
Post a Comment