ফাঁসির রায় দেয়া হয়েছে দেলু শিকদারের বিরুদ্ধে।
যা তোরা গিয়ে দেলু শিকদারকে কবর থেকে তুলে এনে ফাঁসি দে! কিন্তু মাওলানা
সাঈদীর দিকে হাত বাড়ালে এদেশের তৌহিদী জনতা ঐ হাত গুড়িয়ে দিবে ইনশাআল্লাহ।
আল্লামা দেলাওয়ার হোসাঈন সাঈদীর পিতার নাম মাওলানা ইউসুফ সাঈদী, গ্রাম-সাঈদখালী, উপজেলা- জিয়ানগর, জেলা-পিরোজপুর।
.............................. ..................
আর দেলু শিকদারের পিতার নাম রসূল শিকদার, গ্রাম- চিলা, শিকদার বাড়ি, পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর।
সাব-সেক্টর কমান্ডারসহ পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধারা সাক্ষ্য দিয়েছেন যে, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আর দেলু শিকদার এক ব্যক্তি নয় এবং দেলু শিকদারকে দেশ স্বাধীন হওয়ার পরপরই তার স্বাধীনতা বিরোধী ভূমিকার কারনে তাকে হত্যা করা হয়েছে। এমন কি তদন্ত কর্মকর্তাও জেরায় এ কথা স্বীকার করেছেন। এরপরও আল্লামা সাঈদীকে দেলু শিকদার সাজিয়ে ফাঁসির রায় দিয়েছে আওয়ামী লীগের বানানো বিতর্কিত ট্রাইব্যুনাল।
আল্লামা দেলাওয়ার হোসাঈন সাঈদীর পিতার নাম মাওলানা ইউসুফ সাঈদী, গ্রাম-সাঈদখালী, উপজেলা- জিয়ানগর, জেলা-পিরোজপুর।
..............................
আর দেলু শিকদারের পিতার নাম রসূল শিকদার, গ্রাম- চিলা, শিকদার বাড়ি, পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর।
সাব-সেক্টর কমান্ডারসহ পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধারা সাক্ষ্য দিয়েছেন যে, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আর দেলু শিকদার এক ব্যক্তি নয় এবং দেলু শিকদারকে দেশ স্বাধীন হওয়ার পরপরই তার স্বাধীনতা বিরোধী ভূমিকার কারনে তাকে হত্যা করা হয়েছে। এমন কি তদন্ত কর্মকর্তাও জেরায় এ কথা স্বীকার করেছেন। এরপরও আল্লামা সাঈদীকে দেলু শিকদার সাজিয়ে ফাঁসির রায় দিয়েছে আওয়ামী লীগের বানানো বিতর্কিত ট্রাইব্যুনাল।
No comments:
Post a Comment