মিডিয়া এবং পাবলিক ওপিনিয়ন

এই মাত্র বাহির হতে আসলাম দোকানের সামনে দেখলাম জটলা করে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছে খেঁটে খাওয়া কিছু মানুষ, কান পাততেই শুনলাম তারা বলাবলি করছে আজকে হাজার হাজার জামাত-শিবির মিছিল করেছে পুলিশ বাঁধা দ্যায় নাই, শিবিরও পুলিশকে কিছু বলেনাই। বাঁধা দিবেকি মিছিল দেখেই পুলিশ ভয় পাইছে। একজায়গায় পুলিশে বাঁধা দিছে সেখানে তারা শিবিরের হাতে মাইর খাইছে। তাদের মিছিল তারা করবে, তোরা বাঁধা দিবি কেনো? এগুলারে পিটানো দরকার।
এটা সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষের স্বাভাবিক অভিব্যক্তি। মিডিয়ার এই চরম পক্ষপাতমূলক আচরণের মধ্যেও মানুষ কিন্তু সঠিক তথ্য বুঝেনিতে সক্ষম হচ্ছে, তাদের কথা গুলো শুনে ভালোই লাগলো, আন্দোলন সংগ্রামের প্রতি সাধারণ মানুষের সমর্থন আছে। তারা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ভালোবাসে, জালিমের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ জামায়াতে ইসলামীকে পছন্দ করে।

Post Comment

No comments:

Post a Comment