আপনি কতজনকে দমন করবেন, গুলি চালিয়ে আন্দোলন স্তব্ধ করে দিবেন? নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলাবেন?
এই লক্ষ লক্ষ জাগ্রত তরুণদের তৈরী করেছে কিন্তু ওই নেতারাই, সংগঠনের সিলেবাসের আলোকে বই পড়িয়ে, নোট করিয়ে, ক্লাস নিয়ে, প্রতিনিয়ত রিপোর্টিং এর মাধ্যমে তত্বাবধান করে এই সব নিবেদিত প্রান কর্মিদের তৈরী করেছে।
ওই সব নেতাদেরই কারণেই এদেশের তরুণ ছাত্ররা মাদ্রাসাতে পড়ালেখা না করেও ব্যক্তিগত জীবনে ইসলাম মেনে চলার শিক্ষা লাভ করছে। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দ্যায়নি তরুনরা।
বর্তমান জেনারেশন যেখানে একের অধিক গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখাকে গর্বের বিষয় মনে করে, সিগারেট খাওয়াকে যেখানে স্মার্টনেসের প্রতিক মনে করে, সেখানে এইসব নেতাদের কাছে শিক্ষা অর্জন করা কর্মীরা অসামাজিকতা কে ঘৃণা করছে।
আজকে দেশের বিপুল সংখ্যক ছাত্রের দিন শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে, এসবই সম্ভব হয়েছে ঐ নেতাদের প্রচেস্টায়।
আপনি পারবেননা, দিল্লির দাদের সহায়তায়ও পারবেননা এই আন্দোলনকে দমন করতে।
এই আন্দোলন দমিয়ে রাখা যায়না, এটা ঐতিহাসিক আন্দোলন, যে আন্দোলনের শেকড় প্রথিত আছে ঐ বদরের প্রান্তরে। ডালপালা কেটে দিলেও আবারো ফুলে ফলে বিকশিত হবে, অনন্তকাল ধরে চলবে আমাদের সংগ্রাম।
এই লক্ষ লক্ষ জাগ্রত তরুণদের তৈরী করেছে কিন্তু ওই নেতারাই, সংগঠনের সিলেবাসের আলোকে বই পড়িয়ে, নোট করিয়ে, ক্লাস নিয়ে, প্রতিনিয়ত রিপোর্টিং এর মাধ্যমে তত্বাবধান করে এই সব নিবেদিত প্রান কর্মিদের তৈরী করেছে।
ওই সব নেতাদেরই কারণেই এদেশের তরুণ ছাত্ররা মাদ্রাসাতে পড়ালেখা না করেও ব্যক্তিগত জীবনে ইসলাম মেনে চলার শিক্ষা লাভ করছে। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দ্যায়নি তরুনরা।
বর্তমান জেনারেশন যেখানে একের অধিক গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখাকে গর্বের বিষয় মনে করে, সিগারেট খাওয়াকে যেখানে স্মার্টনেসের প্রতিক মনে করে, সেখানে এইসব নেতাদের কাছে শিক্ষা অর্জন করা কর্মীরা অসামাজিকতা কে ঘৃণা করছে।
আজকে দেশের বিপুল সংখ্যক ছাত্রের দিন শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে, এসবই সম্ভব হয়েছে ঐ নেতাদের প্রচেস্টায়।
আপনি পারবেননা, দিল্লির দাদের সহায়তায়ও পারবেননা এই আন্দোলনকে দমন করতে।
এই আন্দোলন দমিয়ে রাখা যায়না, এটা ঐতিহাসিক আন্দোলন, যে আন্দোলনের শেকড় প্রথিত আছে ঐ বদরের প্রান্তরে। ডালপালা কেটে দিলেও আবারো ফুলে ফলে বিকশিত হবে, অনন্তকাল ধরে চলবে আমাদের সংগ্রাম।
No comments:
Post a Comment