মার খেয়েও মুখ বন্ধ, টাকার কেরামতি

হাসতেই আছি, খালি হাসতেই আছি পেট ব্যাথা হইয়া গেছে......।
এত ট্যাকা দিয়া কি করুম? মাইর খাইয়াও কইতে পারুমনা আমি মাইর খাইছি!! তাইলেতো আর ট্যাকা হালাল হইবোনা, চুক্তিতেতো উল্লেখ আছে চুক্তির মেয়াদ কালীন সময়ে টাকা দাতার বিরুদ্ধে কোন নিউজ করা যাবেনা!
আজকে চ্যানেল আইয়ের দুই সাংঘাতিককে হেব্বি মাইর দিছে ছাত্রলীগ আর যুবলীগের পুলাপাইনে। যাকে বলে বেধরক পিটুনি, কিন্তু আপচুচের বিষয় দীর্ঘক্ষণ চ্যানেল আইয়ের স্ক্রীনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখ ব্যাথা হয়ে গেলো কিন্তু নিউজ স্ক্রলে নিউজটি দেখতে পাইলামনা! যদিও অল্প কিছু মিডিয়াতে ব্যাপারটি আসছে।
ট্যাকার কাছে মানুষ বিক্রি হয় এটা জানি, তাই বলে এমন বিক্রি? মাইর খাইয়াও কইতে পারুমনা মাইর খাইছি !!
উল্লেখ্য শাহবাগী আন্দোলন এবং সরকারের ইমেজ রক্ষার জন্য বিপুল অংকের বাজেট নিয়ে মাঠে নেমেছে সরকার, এবং এই বাজেটের সিংহ ভাগ টাকাই পাচ্ছে বিভিন্ন মিডিয়া, তাই তারা রাতারাতি আওয়ামীলীগের অপকর্মের বিরুদ্ধে রিপোর্ট করা বন্ধ করে দিয়েছে এবং জনগণের দৃস্টি শাহবাগের দিকে ঘুরিয়ে রেখেছে।

Post Comment

No comments:

Post a Comment