তবে কি আরেকটি ১৫ই আগস্ট আসন্ন?
মানুষের সহ্যের একটা সীমা আছে, সেটা ইতিমধ্যেই পেরিয়ে গেছে। মানুষ যখন প্রচন্ড দুঃখ পায় তখন সে নিরালায় বসে কান্নাকাটি করে। কিন্তু এই সরকার সেই স্থানটিও রাখেনি, জামায়াতের অফিস তালাবদ্ধ দীর্ঘদীন ধরে, আজ বিএনপি'র অফিস তছনছ করা হলো, কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করা হলো। খালেদা জিয়া গৃহবন্দী, তার গুলশান কার্যালয় পুলিশদ্বার অবরুদ্ধ।
দেশ ফিরে গেছে পচাত্তরের পূর্ব সময়ে, মিডিয়াতে করাকরি আরোপ, দলবাজ মিডিয়ার বাড়াবাড়ি ভূমিকা। অনলাইনেও কথা বলতে দেয়া হচ্ছেনা।
যেহেতু পচাত্তরের পূর্ব সময় ফিরে এসেছে, সেই পথ ধরে পনেরোই আগস্ট ফিরে আসতে পারে। আওয়ামীলীগ কি প্রস্তুত!?
মানুষের সহ্যের একটা সীমা আছে, সেটা ইতিমধ্যেই পেরিয়ে গেছে। মানুষ যখন প্রচন্ড দুঃখ পায় তখন সে নিরালায় বসে কান্নাকাটি করে। কিন্তু এই সরকার সেই স্থানটিও রাখেনি, জামায়াতের অফিস তালাবদ্ধ দীর্ঘদীন ধরে, আজ বিএনপি'র অফিস তছনছ করা হলো, কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করা হলো। খালেদা জিয়া গৃহবন্দী, তার গুলশান কার্যালয় পুলিশদ্বার অবরুদ্ধ।
দেশ ফিরে গেছে পচাত্তরের পূর্ব সময়ে, মিডিয়াতে করাকরি আরোপ, দলবাজ মিডিয়ার বাড়াবাড়ি ভূমিকা। অনলাইনেও কথা বলতে দেয়া হচ্ছেনা।
যেহেতু পচাত্তরের পূর্ব সময় ফিরে এসেছে, সেই পথ ধরে পনেরোই আগস্ট ফিরে আসতে পারে। আওয়ামীলীগ কি প্রস্তুত!?
No comments:
Post a Comment