অবুঝ বাবা-মা

আমাদের বাবা-মায়েরা বদর ওহুদ এবং খন্দকের যুদ্ধ নিয়ে গর্ব করেন, কিভাবে গুটিকয়েক মুজাহিদ বাতিলের বিরুদ্ধে জয়ী হয়েছিলো সে কাহিণী বলতে বলতে তারা আবেগপ্লুত হয়ে যান। তারা হামজা,ওমর,আলী, খালিদ বিন ওয়ালীদের(রাঃ)দের বিরত্বগাথা বর্ণনা করেন, শহীদের মর্জাদা সম্পর্কে গল্পশোনান।
অন্যদিকে সেই বাবা-মায়েরাই নিজের সন্তানকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখেন, জিহাদের আহ্বানে সারা দিতে বাঁধা প্রদান করেন। যখন ঈমানদার মুসলিমের রক্তে রাজপথ রঞ্জিত তখন মায়েরা নিজ হাতে দুধ ভাত মেখে সন্তানের মুখে তুলে দেন। সন্তানকে আগলে রাখতে চান ঘরের চৌকাঠের মধ্যে।
আজ সে মায়ের বড়ই প্রয়োজন, যে মা এক সন্তানের শাহাদাতের খবর পেয়ে জিহাদের ময়দানের দিকে ছুটে যেতে যেতে অপর সন্তানেরও শাহদাতের সংবাদ লাভ করে আফসোস করে বলেছিলেন, হায়! আমার যদি আরো ছেলে থাকতো তবে তাদেরকেও আমি আল্লাহর পথে উৎসর্গ করতে পারতাম!

Post Comment

No comments:

Post a Comment