জামায়াত শিবিরের রাজপথের আপোশহীন ভুমিকা জামায়াতকে রাজনৈতিক ময়দানে চমৎকার একটি অবস্থান দান করেছে।
বিএনপি রাজপথ ছেড়ে দেওয়ায় রাজনৈতিক ময়দানে যে শূন্যতা তৈরী হয়েছে, জামায়াত সেটা ভালোভাবেই গ্রহণ করেছে। আজকের হরতালের কথাই ধরা যাক, হরতাল ঘোশণা দিয়েছিলো বিএনপি কিন্তু বাস্তবায়ন করছে জামায়াত-শিবির, রাজপথে বিএনপি'র পিকেটার নেই বললেই চলে। এটা জামায়াতের রাজনৈতিক বিচক্ষণতারই পরিচায়ক। জনগণের সরকার বিরোধী অবস্থানের আস্থা ও বিশ্বাসের যায়গাটি জামায়াতই দখল করতে পেরেছে।
গতরাতে একটি টিভি টকশোতে বিশিস্ট সাংবাদিক মাহফুজউল্লাহ বলেছেন, "জামায়াত একাই একশো, জামায়াতের দাবী আদায়ের জন্য বিএনপি'র সহযোগীতার প্রয়োজন নেই, এটা এখন প্রামানীত। মাওলানা সাঈদীর রায় পরবর্তী প্রতিবাদ-বিক্ষোভের মাধ্যমে জামায়াত যে সফলতা দেখিয়েছে, জামায়াতের এই ক্ষমতার কথা বিএনপি এমনকি আওয়ামীলীগও কল্পনাও করতে পারেনি"।
সর্বশেষ একটি কথাই বলা যায় রাজনৈতিক দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জামায়াত জনগণের আস্থা ও বিশ্বাসের স্থানটি দখল করতে সক্ষম হয়েছে।
বিএনপি রাজপথ ছেড়ে দেওয়ায় রাজনৈতিক ময়দানে যে শূন্যতা তৈরী হয়েছে, জামায়াত সেটা ভালোভাবেই গ্রহণ করেছে। আজকের হরতালের কথাই ধরা যাক, হরতাল ঘোশণা দিয়েছিলো বিএনপি কিন্তু বাস্তবায়ন করছে জামায়াত-শিবির, রাজপথে বিএনপি'র পিকেটার নেই বললেই চলে। এটা জামায়াতের রাজনৈতিক বিচক্ষণতারই পরিচায়ক। জনগণের সরকার বিরোধী অবস্থানের আস্থা ও বিশ্বাসের যায়গাটি জামায়াতই দখল করতে পেরেছে।
গতরাতে একটি টিভি টকশোতে বিশিস্ট সাংবাদিক মাহফুজউল্লাহ বলেছেন, "জামায়াত একাই একশো, জামায়াতের দাবী আদায়ের জন্য বিএনপি'র সহযোগীতার প্রয়োজন নেই, এটা এখন প্রামানীত। মাওলানা সাঈদীর রায় পরবর্তী প্রতিবাদ-বিক্ষোভের মাধ্যমে জামায়াত যে সফলতা দেখিয়েছে, জামায়াতের এই ক্ষমতার কথা বিএনপি এমনকি আওয়ামীলীগও কল্পনাও করতে পারেনি"।
সর্বশেষ একটি কথাই বলা যায় রাজনৈতিক দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জামায়াত জনগণের আস্থা ও বিশ্বাসের স্থানটি দখল করতে সক্ষম হয়েছে।
No comments:
Post a Comment