প্রাইমারী স্কুল জীবনের কথা, প্রতিবছর স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি মেয়ে নৃত্য পরিবেশন করতো, বয়সে আমাদের চেয়ে দুই-এক বছরের সিনিয়র। আড়ালে আবডালে তাকে সবাই নর্তকী হিসেবেই ডাকতাম, আর নর্তকী শব্দটা তখন বাজে একটা শব্দ হিসেবেই পরিচিত ছিলো।
দিন বদলে গেছে, দিনবদলের হাওয়াতে আমরাও বদলে গেছি। নর্তকী এখন নৃত্যশিল্পী! শব্দের আধুনিকায়ন হয়েছে!
আজ বাড়ির পাশের স্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়েছিলাম, একের পর এক মেয়ে মঞ্চে আসছে নৃত্য পরিবেশনের জন্য, তাদের মায়েরা নিচে বসে হাত-তালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। ২য়-৩য় শ্রেণীর বাচ্চারা যেমন আছে তেমনি ৯ম-১০ম শ্রেণীর মেয়েরাও আছে।
বিপুল সংখ্যক দর্শক নর্তকীদের থুক্কু নৃত্যশিল্পীদের উৎসাহ দিচ্ছে। গানের তালে তালে ৪র্থ শ্রেণীর বাচ্চা নৃত্য করছে “আগুন বুকেতে আগুন, প্রেমের......ফাগুণ” বাচ্চার মা দর্শক সারি থেকে করতালি দিচ্ছেন, বাচ্চার পারফর্মেন্সে তিনি গর্বিত!
ভাবছিলাম আল্লাহ তাদের ক্ষমা করুন, কিন্তু এই বুকের আগুন যদি জাহান্নামের আগুনের পথ প্রদর্শন করে তবে ঐ মা-বাবা কি তা থেকে রেহাই পাবে!?
লেখা তৈরীঃ ২৬মার্চ২০১৩
দিন বদলে গেছে, দিনবদলের হাওয়াতে আমরাও বদলে গেছি। নর্তকী এখন নৃত্যশিল্পী! শব্দের আধুনিকায়ন হয়েছে!
আজ বাড়ির পাশের স্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়েছিলাম, একের পর এক মেয়ে মঞ্চে আসছে নৃত্য পরিবেশনের জন্য, তাদের মায়েরা নিচে বসে হাত-তালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। ২য়-৩য় শ্রেণীর বাচ্চারা যেমন আছে তেমনি ৯ম-১০ম শ্রেণীর মেয়েরাও আছে।
বিপুল সংখ্যক দর্শক নর্তকীদের থুক্কু নৃত্যশিল্পীদের উৎসাহ দিচ্ছে। গানের তালে তালে ৪র্থ শ্রেণীর বাচ্চা নৃত্য করছে “আগুন বুকেতে আগুন, প্রেমের......ফাগুণ” বাচ্চার মা দর্শক সারি থেকে করতালি দিচ্ছেন, বাচ্চার পারফর্মেন্সে তিনি গর্বিত!
ভাবছিলাম আল্লাহ তাদের ক্ষমা করুন, কিন্তু এই বুকের আগুন যদি জাহান্নামের আগুনের পথ প্রদর্শন করে তবে ঐ মা-বাবা কি তা থেকে রেহাই পাবে!?
লেখা তৈরীঃ ২৬মার্চ২০১৩
No comments:
Post a Comment