হেফাজতের আন্দোলন ও সাধারণ জনতা


এমনি একটা ইসলামী জাগরণের প্রতিক্ষায় ছিলাম বহুদিন ধরে, কিন্তু দূর্ভাগ্য আমার! ইসলামী জাগরনের সুবাতাস যখন প্রবাহিত হচ্ছে দিকে দিকে, তখন আমি শারীরিক ভাবে ময়দানে অনুপস্থিত!
আবেগাপ্লুত হয়ে পড়লাম, যখন চট্টগ্রামের জমিয়তুল ফালাহ থেকে একজন পরিচিত হকার ফোন করে জানালেন, তার সারাদিনের উপার্জন থেকে মাত্র চল্লিশ টাকা অবশিস্ট ছিলো, সেটা দিয়েই এক পোয়া পরিমাণ আঙুর কিনে ইসলামী জাগরণ মঞ্চে আগত ভাইদের মাঝে বিলিয়ে দিয়েছেন।
তিনি আক্ষেপ করে জানালেন, ভাই অনেক কিছু করতে মন চায় কিন্তু সাধ্য নেই, আল্লাহর পথে নিজের তৌফিক অনুযায়ী চেস্টা করে যাবো ইনশাআল্লাহ।
এমন হৃদয়ের অধিকারী যেই জনতা তাদের কিসের অভাব? তাদের দ্বারাই সম্ভব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। 
বাতিলের হুংকার যত শক্তিশালীই হোকনা কেনো, তাওহীদ প্রেমী জনতা ঈমানী বলে বলিয়ান হয়ে কলেমার পতাকা উচ্চকিত করে রাখবে আল্লাহর এই জমিনে, ইনশাআল্লাহ।


৫ এপ্রিল ২০১৩

Post Comment

No comments:

Post a Comment