সীমান্তের বাঘ

বলবো আজি পুরান কথা, বেশ কিছু কাল আগের,
সীমান্ততে বসত ছিলো, হাজার খানেক বাঘের।
বাঘগুলো সব তাগড়া জোয়ান, দাতে অনেক ধার,
সেই ধারেতে ভয়ে কাঁপে, দিল্লী রাজার হাড়।
দেশের মানুষ নিরাপদে ঘুমায় গদি খাটে,
বাঘগুলো সব পাহাড়া দেয়, জালিম শাহী হতে।
দিল্লি পাঠায় বুলেট বোমা, হাজার হাজার সেনা,
সেই সেনারা ভয় কাপে, দেখে বাঘের ছানা।
দিল্লী শাহী বাংলাদেশে ছাড়লো কিছু ছাগ,
শর্ত ছিলো, দিবে গদি, মারে যদি বাঘ।
হঠাৎ করে চুপিসারে, শত্রু ঢোকে দেশে,
দালাল যত এক হয়েছে, বাঘের জীবন নাশে।

অবশেষে বিনাশ হলো, আমার দেশের বাঘ,
ক্ষমতায় আজ বসে আছে, দিল্লি শাহীর ছাগ।
সীমান্তে আজ বসত করে, বিড়াল শাবক যত,
দিল্লি শাহী বাংলাদেশী মারছে অবিরত।

কবিতাঃ সীমান্তের বাঘ
শামীম রেজা
০১/০৬/২০১৪

Post Comment

No comments:

Post a Comment