facebook link
ওই মিয়া! ছেলে কই?
জানিনাতো গেলো কই!
কেনো ভাই, হলো কি?
জানোনা তা? বলো কি!
ছেলে গেছে শিবিরে,
ফোন করো বিবিরে,
জেনে নাও ছেলে কই,
হাতে তার কার বই!
মন তার সেকেলে,
দাম নেই বিকোলে।
চুলে তার ঝুঁটি নাই,
টুটা ফাটা প্যান্ট নাই।
কানে দুল, নাক ফুল,
জেল দিয়ে খাড়া চুল,
হিপ নামা প্যান্ট নাই,
বাহু ভরা ট্যাটু নাই।
হাত ধরা সাথী নাই।
ভুরুতেও দুল নাই।
এই তার বয়সে,
গান গাবে কোরাসে!
তা না, করে দল,
গায়ে তার কত বল!
পরো যদি বিপদে,
ফেলোনাকো আপদে,
সাবধান করলাম,
সব খুলে বললাম।
তাই নাকি! বেশ বেশ!
বুঝলাম অবশেষ,
হাড় ভাঙা করি কাজ,
সার্থক হলো আজ।
ছেলে গেছে শিবিরে,
ফোন করি বিবিরে,
বেটা মোর সাব্বাশ!
বাতিলের হাঁসফাঁস।
ওকে ভাই চললাম,
আল বিদা বললাম।
কবিতাঃ ছেলে গেছে শিবিরে
শামীম রেজা
০৫/০৬/২০১৪
ওই মিয়া! ছেলে কই?
জানিনাতো গেলো কই!
কেনো ভাই, হলো কি?
জানোনা তা? বলো কি!
ছেলে গেছে শিবিরে,
ফোন করো বিবিরে,
জেনে নাও ছেলে কই,
হাতে তার কার বই!
মন তার সেকেলে,
দাম নেই বিকোলে।
চুলে তার ঝুঁটি নাই,
টুটা ফাটা প্যান্ট নাই।
কানে দুল, নাক ফুল,
জেল দিয়ে খাড়া চুল,
হিপ নামা প্যান্ট নাই,
বাহু ভরা ট্যাটু নাই।
হাত ধরা সাথী নাই।
ভুরুতেও দুল নাই।
এই তার বয়সে,
গান গাবে কোরাসে!
তা না, করে দল,
গায়ে তার কত বল!
পরো যদি বিপদে,
ফেলোনাকো আপদে,
সাবধান করলাম,
সব খুলে বললাম।
তাই নাকি! বেশ বেশ!
বুঝলাম অবশেষ,
হাড় ভাঙা করি কাজ,
সার্থক হলো আজ।
ছেলে গেছে শিবিরে,
ফোন করি বিবিরে,
বেটা মোর সাব্বাশ!
বাতিলের হাঁসফাঁস।
ওকে ভাই চললাম,
আল বিদা বললাম।
কবিতাঃ ছেলে গেছে শিবিরে
শামীম রেজা
০৫/০৬/২০১৪
No comments:
Post a Comment