মিথ্যেবাদী

facebook link


তোমার ভাতে দেইনিকো ছাই,
তোমার ঘরে নেইনিকো ঠাই।
তবু কেনো মিথ্যে করে,
আমার চোখের অগোচরে,
করলে গীবত, লাভ কি হলো?
মিথ্যে বলায় কাজ কি হলো?
হিংসে করো! অনেক অনেক?
করতে থাকো!
নিজের চুলোয় জ্বলতে থাকো।

কবিতাঃ মিথ্যেবাদী
শামীম রেজা
১১/০৬/২০১৪

Post Comment

No comments:

Post a Comment