একদিন হবে ভোর

কুপিয়ে কুপিয়ে রক্তে ডুবিয়ে নোমানিকে মারা হয়,
রাসেলের কাটা পা, তড়পায় তড়পায়, রক্তে ভেসে যায়।
বুলেটের আঘাতে ঝরে যায় শত প্রাণ, লড়ে যায় মুজাহিদ,
নাই তবু পিছুটান, করে যায় জনহিত।
মোল্লা ঝুলে যায় ফাঁসিতে, বাতিলের হাসিতে,
সাঈদি বসে রয়, জল্লাদ তেল মাখে রশিতে।
ভার্সিটি ছাত্র যত্র-তত্র কোরানের কথা কয়,
এতো মার, কাটে ঘাড়, তবু ওরা নির্ভয়।
এভাবেই রোজ রোজ, কোরবানী হর রোজ,
মুজাহিদ লড়ে যায়, জিহাদের নেয় খোঁজ।
স্বপ্ন চোখ তার দেখে যায়, অশ্রু ভেসে যায়,
শাহাদাত পিয়াসী ঠোট দুটি হেসে যায়।
একদিন হবে ভোর, রাঙা ওই আকাশে,
মুক্তির সূর্য দেখা দিবে সকাশে।

কবিতাঃ একদিন হবে ভোর
© শামীম রেজা
১৭/০৬/২০১৪

Post Comment

No comments:

Post a Comment