সার্কাসের সিংহ

মরে গেছিস? বেশ করেছিস, মরাই তোদের কাজ,
কোন মুখেতে কইতে এলি, নেইকি তোদের লাজ?!
তোদের হাতে লক্ষিপুরে, শহীদ জামাত নেতা।
সাতক্ষিরাতে মারলি কত, হিসাব তাহার যা তা?
ভুলে গেলি? মতিঝিলে, মারলি কত শত!
কুকুর তোরা, নিমক হারাম, শেখ মুজিবের মতো।
তোদের হাতে অস্ত্র দিলাম, দিলাম বেতন টাকা,
সেই টাকাতে ফুর্তি করিস, সীমান্ত আজ ফাঁকা।
ভারতীদের গোলাম তোরা, শেখ হায়েনার দাশ,
মীর জাফরী, বেঈমানিতে, স্বাধীন গলায় ফাঁস।
চাইবি ক্ষমা, ক্ষত দিয়ে নাক, চামড়া ঘসে ঘসে,
দেশের মানুষ ক্ষমা করে যদি অবশেষে।
দেশের তরে সিংহ হবি, পঁচাত্তরের মতো,
করবি বিনাশ নিজ হাতে আজ, দালাল আছে যত।

কবিতাঃ সার্কাসের সিংহ।
শামীম রেজা
০২/০৬/২০১৪

Post Comment

No comments:

Post a Comment