এইযে দেখো কৃষ্ণচূড়া, ওইযে বকুল তলা,
প্রিয়ার চোখের নীল সাগরে, ভাসিয়ে দিতাম ভেলা।
প্রতিমাসে একটা প্রিয়া, বছর শেষে ষোলো,
পাঁচ বছরে ঠেলে ঠুলে সেঞ্চুরিটা হলো।
লিটন ছিলো ইউনিয়নে, টিটন ছাত্রদল,
আমি ছিলাম ছাত্রলীগে, বাহুতে ভীষণ বল।
রাজনীতিতে যোদ্ধা মোরা, চাঁদা তোলায় দ্বন্ধ
প্রেমের সময় বন্ধু ছিলাম, দল সেখানে অন্ধ।
উর্মী,শিলা,জ্যোৎস্না,হেনা, নাম ভুলেছি কত,
মরতে গিয়ে কেস করেছে, আস্ত গাঁধীর মতো।
পুলিশ ছিলো গোলাম আমার, আমি ছাত্রলীগ,
সুনাম ছিলো, ত্রাস ছিলো, খ্যাতি দিগ্বিদিক।
ক্যাম্পাসের এই বারান্দাতে মোল্লা পেতাম যত,
ধরে ধরে ধোলাই দিতাম, তৈরী হতো ক্ষত।
রাজাকার আর মৌলবাদী, আলবদরের ঠাই,
আতি-পাতি খুজে দেখি, এই ক্যাম্পাসে নাই।
গল্পগুলো অনেক আগের, দিন হয়েছে গত,
মুক্তিযুদ্ধের চেতনারা ধোলাই খেলো শত।
জারুল তলা, বকুল তলায় ভীষণ হাহাকার,
জোড়ায় জোড়ায় ডেটিং ফিটিং, যায়না দেখা আর।
মৌলবাদে রাজাকারে দেশ গিয়েছে ভরে,
মুক্তিযুদ্ধের চেতনারা গুমড়ে কেদে মরে।
তোমরা যারা মৌলবাদী, মওদূদীকে পড়ো,
ইয়াং হতে, মডার্ণ হতে, জাফর ইকবাল ধরো!
২১ নভেম্বর ২০১৩
প্রিয়ার চোখের নীল সাগরে, ভাসিয়ে দিতাম ভেলা।
প্রতিমাসে একটা প্রিয়া, বছর শেষে ষোলো,
পাঁচ বছরে ঠেলে ঠুলে সেঞ্চুরিটা হলো।
লিটন ছিলো ইউনিয়নে, টিটন ছাত্রদল,
আমি ছিলাম ছাত্রলীগে, বাহুতে ভীষণ বল।
রাজনীতিতে যোদ্ধা মোরা, চাঁদা তোলায় দ্বন্ধ
প্রেমের সময় বন্ধু ছিলাম, দল সেখানে অন্ধ।
উর্মী,শিলা,জ্যোৎস্না,হেনা, নাম ভুলেছি কত,
মরতে গিয়ে কেস করেছে, আস্ত গাঁধীর মতো।
পুলিশ ছিলো গোলাম আমার, আমি ছাত্রলীগ,
সুনাম ছিলো, ত্রাস ছিলো, খ্যাতি দিগ্বিদিক।
ক্যাম্পাসের এই বারান্দাতে মোল্লা পেতাম যত,
ধরে ধরে ধোলাই দিতাম, তৈরী হতো ক্ষত।
রাজাকার আর মৌলবাদী, আলবদরের ঠাই,
আতি-পাতি খুজে দেখি, এই ক্যাম্পাসে নাই।
গল্পগুলো অনেক আগের, দিন হয়েছে গত,
মুক্তিযুদ্ধের চেতনারা ধোলাই খেলো শত।
জারুল তলা, বকুল তলায় ভীষণ হাহাকার,
জোড়ায় জোড়ায় ডেটিং ফিটিং, যায়না দেখা আর।
মৌলবাদে রাজাকারে দেশ গিয়েছে ভরে,
মুক্তিযুদ্ধের চেতনারা গুমড়ে কেদে মরে।
তোমরা যারা মৌলবাদী, মওদূদীকে পড়ো,
ইয়াং হতে, মডার্ণ হতে, জাফর ইকবাল ধরো!
২১ নভেম্বর ২০১৩
No comments:
Post a Comment