দেখা হবে জান্নাতে

চারদিকে স্লোগান, মিছিলের সংবাদ
রাজপথে মুজাহিদ, বাতিলের সংঘাত।
ওরে ভাই ঘরে থাক, আজ নয় বাহিরে,
কতবুক খালি হলো, কত মা আহারে!
ওই দেখ গাড়ি যায়, শত শত পুলিশের
চেহারাটা ঠিক যেনো, ঘাতক আর খুনিদের।
ক্ষমতার মসনদে বসে আছে ডাইনী,
মানুষের রক্ত আজ বুঝি খায়নি।
চুপ করে পড়ে থাক, ওরে ভাই সোনারে,
লক্ষি ভাই মোর, আজ নয় বাহিরে।
ছল ছল চোখে দেখ, কত জল টলমল,
তুই ছাড়া ভাই মোর আর কে আছে বল?
আয়নার কাছে আয় আজ তোকে সাজাবো,
ঠিক যেনো খোকাটি কালো টিপ পড়াবো।

ওরে বোন শোন শোন, জিহাদের ডাক ওই,
রাজপথে শত ভাই, আমি একা ভাই নই।
ওই শোন চিৎকার, কত প্রাণ ঝড়ে যায়,
আল্লাহর সৈনিক ওরা তোর ভাই নয়?!
জান্নাতে দেখা হবে আদরিনী বোন মোর,
আঁখি জল মুছে ফেল, মুজাহিদ ভাই তোর!

১ ডিসেম্বর ২০১৩

Post Comment

No comments:

Post a Comment