পাত্রী চাই
হেল্ল আলি! খালি টালিবালি, কাজের কাজ গুড়ে বালি।
নারে দোস্ত, আছি মহা ব্যাস্ত, যাই নাই ভুলি।
তাহলে বল, কদ্দুর গড়ালো জল, পাত্রী কেমন?
পাত্রী অতি সুন্দরী, যেনো নায়িকা মঞ্জুরী, তুই খুজেছিস যেমন!
বাহ! বাহ! বেশ, ধন্যবাদ অশেষ, আরো কিছু বল!
কবির ভাষায় বলি, অল্পতেই খুশি হলি? পার্কে বসি চল।
চুল তার কবেকার বিদিশার দিশা।
মন তার কদাকার, ঘোর অমানিষা।
দুই চোখ সরোবর, মন দেয় ডুব।
ওই চোখে লালসা, পুরুষ বেকুব!
সদা হাসি ঠোটে তার রিনিঝিনি শব্দ,
জিহ্বায় বিষভরা, গোবরে পদ্ম!
হাসিতেই পড়ে টোল, গোলাপী গাল,
বখাটে ছেলেরা ডাকে তাকে মাল!
মেয়েটি নাচে বেশ, নৃত্যে ছন্দ,
মডেলিং, ক্যাটওয়াক, দর্শক অন্ধ।
বিয়ে আমি করবোনা, এই বয়সে মরবোনা, আজ তবে যাই,
ফোন বাজে বারে বারে, হাতে টাইম নাই।
মেয়ে অতি সুন্দরী, হাসিটাও আহামরি, তবে কেনো নয়!
বাদ দে সুন্দরী, ভুলে যা মঞ্জুরী, লাগে বড় ভয়।
কালো নয়, ধলা নয়, দ্বীনদারী চাই,
খুজে পেলে কল দিস, আজ তবে যাই।
হেল্ল আলি! খালি টালিবালি, কাজের কাজ গুড়ে বালি।
নারে দোস্ত, আছি মহা ব্যাস্ত, যাই নাই ভুলি।
তাহলে বল, কদ্দুর গড়ালো জল, পাত্রী কেমন?
পাত্রী অতি সুন্দরী, যেনো নায়িকা মঞ্জুরী, তুই খুজেছিস যেমন!
বাহ! বাহ! বেশ, ধন্যবাদ অশেষ, আরো কিছু বল!
কবির ভাষায় বলি, অল্পতেই খুশি হলি? পার্কে বসি চল।
চুল তার কবেকার বিদিশার দিশা।
মন তার কদাকার, ঘোর অমানিষা।
দুই চোখ সরোবর, মন দেয় ডুব।
ওই চোখে লালসা, পুরুষ বেকুব!
সদা হাসি ঠোটে তার রিনিঝিনি শব্দ,
জিহ্বায় বিষভরা, গোবরে পদ্ম!
হাসিতেই পড়ে টোল, গোলাপী গাল,
বখাটে ছেলেরা ডাকে তাকে মাল!
মেয়েটি নাচে বেশ, নৃত্যে ছন্দ,
মডেলিং, ক্যাটওয়াক, দর্শক অন্ধ।
বিয়ে আমি করবোনা, এই বয়সে মরবোনা, আজ তবে যাই,
ফোন বাজে বারে বারে, হাতে টাইম নাই।
মেয়ে অতি সুন্দরী, হাসিটাও আহামরি, তবে কেনো নয়!
বাদ দে সুন্দরী, ভুলে যা মঞ্জুরী, লাগে বড় ভয়।
কালো নয়, ধলা নয়, দ্বীনদারী চাই,
খুজে পেলে কল দিস, আজ তবে যাই।
No comments:
Post a Comment