পাওয়া না পাওয়ার ব্যবধানই জীবনের পরম সুখ!


আচ্ছা ধরা যাক, আমি অনেক ধনী হয়ে গেলাম! বিল গেটসের চাইতেও ধনী!
ইচ্ছে করলাম একটা মার্সিডিজবেঞ্জ গাড়ি কিনবো, বলার সাথে সাথেই হাজির! এরপরের কি ইচ্ছে? আরো দশটি মার্সিডিজ গাড়ি?? আচ্ছা সেটাও হলো।
এবার ইচ্ছে হলো বিমান কিনবো, সুপার সনিক! একটা না দুইটা কিনলাম! তারপর? আর কি ইচ্ছে থাকবে?
আচ্ছা টাকা যেহেতু আছে, ভালো বিয়েও করা যাবে সন্দেহ নাই! 
আর কি ইচ্ছে থাকতে পারে আমার?
তখনতো ইচ্ছে না থাকার যন্ত্রনায় ভুগতে হবে!!
এখনতো ইচ্ছে হলে অপূর্ণতা থেকে যায়, পাওয়ার আকাঙ্খা থাকে, এবং এটা ধারাবাহিক ভাবে ঘটে চলে......
কিন্তু সেই ইচ্ছে হওয়া মাত্র পেয়ে গেলে কেমন লাগবে? মন খারাপ করা একটা ইমোশন !!?

পয়সাওয়ালাদের বান্দর পোলাপাইনগুলা মনে হয় এই কারণেই বেশি আত্মহত্যা করে! জীবনের চাওয়া-নাপাওয়ার অনুভূতিগুলো ওরা খুব বেশি পরিমাণে উপলব্ধি করতে পারেনা, আকাঙ্খা না থাকায় যন্ত্রনায়বিদ্ধ জীবনের পরিসমাপ্তি টানে.........

১০সেপ্টেম্বর২০১৩

Post Comment

No comments:

Post a Comment