facebook link
প্রথম দিন।
'ভাইয়া আপনি অনেক সুন্দর লেখেন!'
'থ্যাংকস!'
'আমি আপনার ভালো রকমের ফ্যান।'
'শুকরিয়া। আপনিওতো অনেক ভালো লেখেন,'
'ভালো লিখিনা কচু ! আপনার তুলনায় কিছুইনা।'
'আচ্ছা একটু বের হবো, পরে কথা বলি?'
'ওকে, আল্লাহ হাফেজ,'
দ্বিতীয় দিন
'সালাম,
আচ্ছা ভাইয়া মেয়েদের কন্ঠ কি হিজাবের অন্তর্ভুক্ত?'
'ও/সালাম
হ্যা অন্তর্ভুক্ত এই ব্যাপারে হাদীসে এসেছে.........। কুরানে এসেছে.........।'
'অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি বড় একটা উপকার করলেন।'
তৃতীয় দিন।
'ভাইয়া জানেন, আজকেনা ডিম ভাজী করতে গিয়ে হাত পুরিয়ে ফেলেছি,'
'তাই নাকি? ওফ!'
'হ্যা ভাইয়া কি করবো বলেন, আম্মু সব সময় বলে শ্বশুর বাড়ি গেলে কস্ট করতে হবে!'
'হা হা! দারুনতো!'
'ভাইয়া আপনি হাসছেন?'
'না না হাসলাম কই কাদতেছি অ্যা অ্যা অ্যা'
'ধ্যাত! আপনার সাথে কথা নেই গেলাম!'
চতুর্থ দিন।
'আজকে কি হয়েছে ভাইয়া জানেন?'
'কি?'
'ওই ছেলেটা, আজকেও ম্যাসেজ করেছে?'
'কোন ছেলেটা?'
'আরে সেদিন বলেছিলামনা?'
'হুম! তো কি হইছে?'
'কি বিরক্তিকর দেখেন! এত্ত ডিস্টার্ব ভালো লাগে? মহা হারামি এক একটা।'
৫ম দিন
চলছে.........।
৬ষ্ঠ দিন
চলছে............
১ম মাস
চলছে............
২য় মাস
চলছে.........
৩য় মাস
ছেলেঃ কিছু কথা ছিলো
মেয়েঃ বলেন
'আমি একটা মেয়েকে পছন্দ করি, বলা ঠিক হবে কিনা বুঝছিনা।'
'কি বলছেন!?'
'হ্যা, পছন্দ বলতে প্রেম-টেম না, বিয়ে করতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে আমারতো এখন বিয়ে করার সামর্থ নাই, তাই আগে বলে রাখতে চাই, যদি সে রাজী হয় তবে আমার জন্য অপেক্ষা করবে।'
'হুম ভালো সিদ্ধান্ত, তা মেয়েটি কে?'
'তুমি কি বলো, প্রপোজ করা ঠিক হবে?'
'করে দেখেন, প্রব্লেম কি! মেয়েটা কে বললেননাতো?'
'ভয় পাচ্ছি বলা ঠিক হবে কিনা, আবার কি মনে করে!'
'আরে ধুর! এতো মনে করা করির কি আছে? আপনিতো বিয়ের প্রস্তাবই দিচ্ছেন তাইনা! একসেপ্ট করলে ভালো, না করলে নাই!'
'মেয়েটা কে বলেননা, প্লিজ! আমি কি তাকে চিনি?'
'হ্যা তুমি চিনো, তোমার প্রতিবেশি।'
'আমার প্রতিবেশি! বলেন কি! কে সে?
'তোমার ঘরে আয়না আছে?'
'হ্যা আছে, হেয়ালী করছেন কেনো? তাড়াতাড়ি বলেন প্লিজ!'
'আয়নাতে দেখো, মেয়েটি সেখানেই আছে।'
(প্রপোজল একসেপ্টেড)
চতুর্থ মাস
'চলো দেখা করি।'
'সেটা কি ঠিক হবে? আমরা এখনো বিয়ে করিনাই।'
'ঠিকই বলেছ, কিন্তু কি করার মন মানেনা। দেখতে ইচ্ছে করছে!'
'আমারওতো ইচ্ছে করছে, আচ্ছা পরশু বিকালে, তবে বেশিক্ষণ থাকবোনা। সর্বোচ্চ ২০মিনিট।'
'ওকে পরশু!'
৫ম মাস
দেখা দেখি
৬ষ্ঠ মাস
হাটাহাটি
৭ম মাস
ঘুরাঘুরি।
৯ম মাস
ফেসবুক পাব্লিক............
ওই দেখ হালায় লুইচ্চা! ফেসবুকে পোস্ট করে “নন-মাহরাম নারিদের সাথে দেখা করা ঠিকনা, কথা বলা উচিত না, প্রেম-ভালোবাসা হারাম”। আর বাইরে মাইয়া মাইনষের হাত ধইরা ঘুইরা বেড়ায়।
ওরা যেনা করলেও সেইটা ইসলামীক যেনা হইবো (নাউজুবিল্লাহ)।
৮সেপ্টেম্বর২০১৩
facebook link
প্রথম দিন।
'ভাইয়া আপনি অনেক সুন্দর লেখেন!'
'থ্যাংকস!'
'আমি আপনার ভালো রকমের ফ্যান।'
'শুকরিয়া। আপনিওতো অনেক ভালো লেখেন,'
'ভালো লিখিনা কচু ! আপনার তুলনায় কিছুইনা।'
'আচ্ছা একটু বের হবো, পরে কথা বলি?'
'ওকে, আল্লাহ হাফেজ,'
দ্বিতীয় দিন
'সালাম,
আচ্ছা ভাইয়া মেয়েদের কন্ঠ কি হিজাবের অন্তর্ভুক্ত?'
'ও/সালাম
হ্যা অন্তর্ভুক্ত এই ব্যাপারে হাদীসে এসেছে.........। কুরানে এসেছে.........।'
'অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি বড় একটা উপকার করলেন।'
তৃতীয় দিন।
'ভাইয়া জানেন, আজকেনা ডিম ভাজী করতে গিয়ে হাত পুরিয়ে ফেলেছি,'
'তাই নাকি? ওফ!'
'হ্যা ভাইয়া কি করবো বলেন, আম্মু সব সময় বলে শ্বশুর বাড়ি গেলে কস্ট করতে হবে!'
'হা হা! দারুনতো!'
'ভাইয়া আপনি হাসছেন?'
'না না হাসলাম কই কাদতেছি অ্যা অ্যা অ্যা'
'ধ্যাত! আপনার সাথে কথা নেই গেলাম!'
চতুর্থ দিন।
'আজকে কি হয়েছে ভাইয়া জানেন?'
'কি?'
'ওই ছেলেটা, আজকেও ম্যাসেজ করেছে?'
'কোন ছেলেটা?'
'আরে সেদিন বলেছিলামনা?'
'হুম! তো কি হইছে?'
'কি বিরক্তিকর দেখেন! এত্ত ডিস্টার্ব ভালো লাগে? মহা হারামি এক একটা।'
৫ম দিন
চলছে.........।
৬ষ্ঠ দিন
চলছে............
১ম মাস
চলছে............
২য় মাস
চলছে.........
৩য় মাস
ছেলেঃ কিছু কথা ছিলো
মেয়েঃ বলেন
'আমি একটা মেয়েকে পছন্দ করি, বলা ঠিক হবে কিনা বুঝছিনা।'
'কি বলছেন!?'
'হ্যা, পছন্দ বলতে প্রেম-টেম না, বিয়ে করতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে আমারতো এখন বিয়ে করার সামর্থ নাই, তাই আগে বলে রাখতে চাই, যদি সে রাজী হয় তবে আমার জন্য অপেক্ষা করবে।'
'হুম ভালো সিদ্ধান্ত, তা মেয়েটি কে?'
'তুমি কি বলো, প্রপোজ করা ঠিক হবে?'
'করে দেখেন, প্রব্লেম কি! মেয়েটা কে বললেননাতো?'
'ভয় পাচ্ছি বলা ঠিক হবে কিনা, আবার কি মনে করে!'
'আরে ধুর! এতো মনে করা করির কি আছে? আপনিতো বিয়ের প্রস্তাবই দিচ্ছেন তাইনা! একসেপ্ট করলে ভালো, না করলে নাই!'
'মেয়েটা কে বলেননা, প্লিজ! আমি কি তাকে চিনি?'
'হ্যা তুমি চিনো, তোমার প্রতিবেশি।'
'আমার প্রতিবেশি! বলেন কি! কে সে?
'তোমার ঘরে আয়না আছে?'
'হ্যা আছে, হেয়ালী করছেন কেনো? তাড়াতাড়ি বলেন প্লিজ!'
'আয়নাতে দেখো, মেয়েটি সেখানেই আছে।'
(প্রপোজল একসেপ্টেড)
চতুর্থ মাস
'চলো দেখা করি।'
'সেটা কি ঠিক হবে? আমরা এখনো বিয়ে করিনাই।'
'ঠিকই বলেছ, কিন্তু কি করার মন মানেনা। দেখতে ইচ্ছে করছে!'
'আমারওতো ইচ্ছে করছে, আচ্ছা পরশু বিকালে, তবে বেশিক্ষণ থাকবোনা। সর্বোচ্চ ২০মিনিট।'
'ওকে পরশু!'
৫ম মাস
দেখা দেখি
৬ষ্ঠ মাস
হাটাহাটি
৭ম মাস
ঘুরাঘুরি।
৯ম মাস
ফেসবুক পাব্লিক............
ওই দেখ হালায় লুইচ্চা! ফেসবুকে পোস্ট করে “নন-মাহরাম নারিদের সাথে দেখা করা ঠিকনা, কথা বলা উচিত না, প্রেম-ভালোবাসা হারাম”। আর বাইরে মাইয়া মাইনষের হাত ধইরা ঘুইরা বেড়ায়।
ওরা যেনা করলেও সেইটা ইসলামীক যেনা হইবো (নাউজুবিল্লাহ)।
৮সেপ্টেম্বর২০১৩
প্রথম দিন।
'ভাইয়া আপনি অনেক সুন্দর লেখেন!'
'থ্যাংকস!'
'আমি আপনার ভালো রকমের ফ্যান।'
'শুকরিয়া। আপনিওতো অনেক ভালো লেখেন,'
'ভালো লিখিনা কচু ! আপনার তুলনায় কিছুইনা।'
'আচ্ছা একটু বের হবো, পরে কথা বলি?'
'ওকে, আল্লাহ হাফেজ,'
দ্বিতীয় দিন
'সালাম,
আচ্ছা ভাইয়া মেয়েদের কন্ঠ কি হিজাবের অন্তর্ভুক্ত?'
'ও/সালাম
হ্যা অন্তর্ভুক্ত এই ব্যাপারে হাদীসে এসেছে.........। কুরানে এসেছে.........।'
'অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি বড় একটা উপকার করলেন।'
তৃতীয় দিন।
'ভাইয়া জানেন, আজকেনা ডিম ভাজী করতে গিয়ে হাত পুরিয়ে ফেলেছি,'
'তাই নাকি? ওফ!'
'হ্যা ভাইয়া কি করবো বলেন, আম্মু সব সময় বলে শ্বশুর বাড়ি গেলে কস্ট করতে হবে!'
'হা হা! দারুনতো!'
'ভাইয়া আপনি হাসছেন?'
'না না হাসলাম কই কাদতেছি অ্যা অ্যা অ্যা'
'ধ্যাত! আপনার সাথে কথা নেই গেলাম!'
চতুর্থ দিন।
'আজকে কি হয়েছে ভাইয়া জানেন?'
'কি?'
'ওই ছেলেটা, আজকেও ম্যাসেজ করেছে?'
'কোন ছেলেটা?'
'আরে সেদিন বলেছিলামনা?'
'হুম! তো কি হইছে?'
'কি বিরক্তিকর দেখেন! এত্ত ডিস্টার্ব ভালো লাগে? মহা হারামি এক একটা।'
৫ম দিন
চলছে.........।
৬ষ্ঠ দিন
চলছে............
১ম মাস
চলছে............
২য় মাস
চলছে.........
৩য় মাস
ছেলেঃ কিছু কথা ছিলো
মেয়েঃ বলেন
'আমি একটা মেয়েকে পছন্দ করি, বলা ঠিক হবে কিনা বুঝছিনা।'
'কি বলছেন!?'
'হ্যা, পছন্দ বলতে প্রেম-টেম না, বিয়ে করতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে আমারতো এখন বিয়ে করার সামর্থ নাই, তাই আগে বলে রাখতে চাই, যদি সে রাজী হয় তবে আমার জন্য অপেক্ষা করবে।'
'হুম ভালো সিদ্ধান্ত, তা মেয়েটি কে?'
'তুমি কি বলো, প্রপোজ করা ঠিক হবে?'
'করে দেখেন, প্রব্লেম কি! মেয়েটা কে বললেননাতো?'
'ভয় পাচ্ছি বলা ঠিক হবে কিনা, আবার কি মনে করে!'
'আরে ধুর! এতো মনে করা করির কি আছে? আপনিতো বিয়ের প্রস্তাবই দিচ্ছেন তাইনা! একসেপ্ট করলে ভালো, না করলে নাই!'
'মেয়েটা কে বলেননা, প্লিজ! আমি কি তাকে চিনি?'
'হ্যা তুমি চিনো, তোমার প্রতিবেশি।'
'আমার প্রতিবেশি! বলেন কি! কে সে?
'তোমার ঘরে আয়না আছে?'
'হ্যা আছে, হেয়ালী করছেন কেনো? তাড়াতাড়ি বলেন প্লিজ!'
'আয়নাতে দেখো, মেয়েটি সেখানেই আছে।'
(প্রপোজল একসেপ্টেড)
চতুর্থ মাস
'চলো দেখা করি।'
'সেটা কি ঠিক হবে? আমরা এখনো বিয়ে করিনাই।'
'ঠিকই বলেছ, কিন্তু কি করার মন মানেনা। দেখতে ইচ্ছে করছে!'
'আমারওতো ইচ্ছে করছে, আচ্ছা পরশু বিকালে, তবে বেশিক্ষণ থাকবোনা। সর্বোচ্চ ২০মিনিট।'
'ওকে পরশু!'
৫ম মাস
দেখা দেখি
৬ষ্ঠ মাস
হাটাহাটি
৭ম মাস
ঘুরাঘুরি।
৯ম মাস
ফেসবুক পাব্লিক............
ওই দেখ হালায় লুইচ্চা! ফেসবুকে পোস্ট করে “নন-মাহরাম নারিদের সাথে দেখা করা ঠিকনা, কথা বলা উচিত না, প্রেম-ভালোবাসা হারাম”। আর বাইরে মাইয়া মাইনষের হাত ধইরা ঘুইরা বেড়ায়।
ওরা যেনা করলেও সেইটা ইসলামীক যেনা হইবো (নাউজুবিল্লাহ)।
৮সেপ্টেম্বর২০১৩
No comments:
Post a Comment