ভার্সিটির ক্লাস শেষ করে বাসায় ফিরছিলাম, টেম্পোতে আমার অপজিট সিটে বসা ছিলো জলজ্যান্ত দুটি মেকাপ বক্স। থুক্কু! বক্স ছিলোনা, বক্স গুলো সম্ভবত বাসায় রেখে এসেছিলো, তবে ভেতরের মসলাগুলো আমার সামনেই দেখতে পাচ্ছিলাম। যাই হোক আমি চোখ নামিয়ে নিলাম, চলতি পথে এমনিতেই আমি চোখ নামিয়ে রাখি।
কি ভাবছেন, আমি খুব ধার্মিক? অনেক বেশি তাকওয়াবান? চলতি পথে বিব্রতকর কিছু দেখার ভয়ে চোখ নামিয়ে রাখি? যদি তাই ভেবে থাকেন তবে আপনি ভুল। দৃস্টিনত করে আমি তখন মোবাইলে ফেসবুক ইউজ করছিলাম। চোখ উচু করে মোবাইল থেকে ফেসবুক ইউজ করা যায়না।
ভাবছিলাম, বাসায় কি এদের মা-বাবা নেই? রমজান মাসে বেওয়ারিশ কুকুরগুলোও একটু হিসেব করে চলাফেরা করে!
২৬জুলাই২০১৩
কি ভাবছেন, আমি খুব ধার্মিক? অনেক বেশি তাকওয়াবান? চলতি পথে বিব্রতকর কিছু দেখার ভয়ে চোখ নামিয়ে রাখি? যদি তাই ভেবে থাকেন তবে আপনি ভুল। দৃস্টিনত করে আমি তখন মোবাইলে ফেসবুক ইউজ করছিলাম। চোখ উচু করে মোবাইল থেকে ফেসবুক ইউজ করা যায়না।
ভাবছিলাম, বাসায় কি এদের মা-বাবা নেই? রমজান মাসে বেওয়ারিশ কুকুরগুলোও একটু হিসেব করে চলাফেরা করে!
২৬জুলাই২০১৩
No comments:
Post a Comment