জনতার ধারণায় শিবির


১। আমার এক রিলেটিভ কট্টর আওয়ামিলীগ, জামায়াত শিবির মানেই রগ কাটার দল এটা তার বদ্ধমূল ধারণা। আলোচনা প্রসঙ্গে একদিন বলছিলাম, শিবির রগ কাটে আপনাদের এই ধারণা ভুল। সাথে সাথেই তিনি জবাব দিলেন, তুমি শিবিরে ঢুকছো কয়দিন হয়? ধীরে ধীরে দেখবা, সব বুঝতে পারবা!
জন্ম থেকেই যেই পোলায় শিবির করে, সে শিবির সম্পর্কে কিছুই জানেনা, আর যে জীবনে কোনো দিন শিবির করেনাই, সে শিবির সম্পর্কে বহু কিছু জানে, হায়রে বাঙালী!

২। শিবিরের একটা জাদুর বাক্স আছে, ওই যাদুর বাক্সে সব সময় শিবিরের একটা টিম অস্ত্র-গোলাবারুদ নিয়ে রেডি থাকে। সারাদিন তাদের কোনো কাজ নেই, তারা শুধু মদ গাজা খায়, আর অভিযানের নির্দেশ আসলে অভিযানে ঝাপিয়ে পড়ে।
যেকোনো সংঘাত সংঘর্ষে শিবিরের সাধারণ কর্মী-সাথীরা অংশ গ্রহণ করেনা। ওই যাদুর বাক্সের কারনেই শিবিরের সাথে কেউ পারেনা!

৩। পোলায় ৫ওয়াক্ত নামাজ পড়ে, ক্লাসের মধ্যেও ভালো ছাত্র। ছোট বড় সবাইকে সালাম দেয়, ধর্মে-কর্মে এগিয়ে, হেব্বি স্মার্ট! তবে প্রব্লেম হইলো গিয়া, পোলায় শিবির করে।

৪। চট্টগ্রামের লোকেদের ভাষায়, “চিটাগাংয়ের শিবির গুলো খুব ভদ্র, তবে মিডিয়ার কথায় বুঝলাম, রাজশাহীর শিবিরগুলো ডেয়ারিং, একেকটায় বিশাল বিশাল সন্ত্রাসী”।
রাজশাহীর লোকেদের ভাষায়, “রাজশাহীর শিবিরগুলো খুব ভদ্র, তবে মিডিয়ার কথায় বুঝলাম, চট্টগ্রাম আর সিলেটের শিবিরগুলো ডেয়ারিং, একেকটায় বিশাল বিশাল সন্ত্রাসী”।
বাকি জেলাগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

৬। বর্তমান কেন্দ্রীয় সহকারী সমাজ কল্যান সম্পাদক আবসার উদ্দীন শাহীন ভাই তখন চট্টগ্রাম মহানগর দক্ষিণের অর্থ সম্পাদক। একদিন কথা প্রসঙ্গে তার ক্লাসফ্রেন্ড নোবেল ভাই জিজ্ঞাসা করলেন, ‘শাহীন, তুইতো বহুত দিন ধরে শিবির করস, তুই শিবিরের কি?’
শাহীন ভাই বললেন ‘সদস্য’।
নোবেল ভাইতো তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে শেষ, ‘ধুর ব্যাডা, কি শিবির করস! এতো দিন শিবির করেও এখন পর্যন্ত সদস্যই রয়ে গেলি, সাথী হইতে পারলিনা!’
শাহীন ভাই আক্ষেপ করে বলছিলেন, “শামীম ভাই, দুঃখের কথা কাকে বলি, এখনো সদস্যই রয়ে গেলাম, সাথী হইতে পারলামনা!”

২৯অক্টোবর২০১৩

Post Comment

No comments:

Post a Comment