হরতালে
গাড়ি ভাঙার ব্যাপারে একভাই প্রশ্ন করেছেন “গাড়ি ভাঙ্গার দলিল দিতে পারবেন?
দলিল দেন দেখি, কোন দলিলের ভিত্তিতে মানুষের গাড়ি ভাঙ্গেন?”
প্রশ্নটি সেখানে অপ্রাসাঙ্গীক ছিলো বিধায় ভিন্ন একটি লেখার মাধ্যমে সেই প্রশ্নের জবাব দিচ্ছি।
বেশ কিছুদিন আগে, আমার পূর্বের একটি লেখায় বলেছিলাম, “মাদানী যুগের প্রথম দিকে মদীনার আশে-পাশে সাহাবীরা (রাঃ) বেশ কিছু হরতাল পালন করেছেন (কুরাইশদের বাণিজ্য কাফেলার গমন পথে হামলা এবং বাধা প্রদান)”।
আমার সেই লেখাটি পড়ে, এক ভাই ইনবক্সে কিছু প্রশ্ন করেছিলেন এবং আমি সাধ্যানুযায়ী তার জবাব দিয়েছি। আশা করি আমাদের সেই কনভার্সেশন পড়লেই আজকের প্রশ্নের জবাব পাওয়া যাবে।
Abdur Razzaque-
Sahabira to kaferder kafela akromon korto. Kintu akhon shadharon manush j khotigrostho hosse? Cng te agun lagse. Manush hortal er din chakri babsha korte parsena. Atar ki hobe? Bekkha ki?
Shamim Reja-
কুরাইশদের বাণিজ্য কাফেলাতে অনেক সাধারণ মানুষের ব্যবসায়ীক উপকরণ ছিলো। তারা সবাই সাহাবিদের উপর অত্যাচার নির্যাতন করেননাই। কিন্তু তারপরেও কুরাইশদের সাথে বাণিজ্য পরিচালিত করার অপরাধে তারাও ক্ষতিগ্রস্থ হয়েছিলো।
আমাদের হরতালের দিন যারা সরকারের পক্ষ নিয়ে গাড়ি বের করবে আমরাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো, সে সাধারণ নাকি অসাধারণ সেটা নিয়ে আমাদের মাথাব্যাথা নেই।
Abdur Razzaque-
Kintu tara silo kafir pure kafir r ara to muslim. Shadharon hok r oshadharoni hok...
Ak muslimer jan mal opor muslimer kase amanot
Shamim Reja-
ইসলামী আন্দোলনের বিরোধীতাকারীরা মুসলিম নাকি অমুসলিম সেটা কি গুরুত্বপূর্ণ ব্যপার?
Abdur Razzaque-
Of course not
আশা করছি, ইসলামী দলগুলোর হরতালের ব্যাপারে যাদের কনফিউশন আছে তারা তাদের জবাব পেয়ে গেছেন।
২১অক্টোবর২০১৩
প্রশ্নটি সেখানে অপ্রাসাঙ্গীক ছিলো বিধায় ভিন্ন একটি লেখার মাধ্যমে সেই প্রশ্নের জবাব দিচ্ছি।
বেশ কিছুদিন আগে, আমার পূর্বের একটি লেখায় বলেছিলাম, “মাদানী যুগের প্রথম দিকে মদীনার আশে-পাশে সাহাবীরা (রাঃ) বেশ কিছু হরতাল পালন করেছেন (কুরাইশদের বাণিজ্য কাফেলার গমন পথে হামলা এবং বাধা প্রদান)”।
আমার সেই লেখাটি পড়ে, এক ভাই ইনবক্সে কিছু প্রশ্ন করেছিলেন এবং আমি সাধ্যানুযায়ী তার জবাব দিয়েছি। আশা করি আমাদের সেই কনভার্সেশন পড়লেই আজকের প্রশ্নের জবাব পাওয়া যাবে।
Abdur Razzaque-
Sahabira to kaferder kafela akromon korto. Kintu akhon shadharon manush j khotigrostho hosse? Cng te agun lagse. Manush hortal er din chakri babsha korte parsena. Atar ki hobe? Bekkha ki?
Shamim Reja-
কুরাইশদের বাণিজ্য কাফেলাতে অনেক সাধারণ মানুষের ব্যবসায়ীক উপকরণ ছিলো। তারা সবাই সাহাবিদের উপর অত্যাচার নির্যাতন করেননাই। কিন্তু তারপরেও কুরাইশদের সাথে বাণিজ্য পরিচালিত করার অপরাধে তারাও ক্ষতিগ্রস্থ হয়েছিলো।
আমাদের হরতালের দিন যারা সরকারের পক্ষ নিয়ে গাড়ি বের করবে আমরাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো, সে সাধারণ নাকি অসাধারণ সেটা নিয়ে আমাদের মাথাব্যাথা নেই।
Abdur Razzaque-
Kintu tara silo kafir pure kafir r ara to muslim. Shadharon hok r oshadharoni hok...
Ak muslimer jan mal opor muslimer kase amanot
Shamim Reja-
ইসলামী আন্দোলনের বিরোধীতাকারীরা মুসলিম নাকি অমুসলিম সেটা কি গুরুত্বপূর্ণ ব্যপার?
Abdur Razzaque-
Of course not
আশা করছি, ইসলামী দলগুলোর হরতালের ব্যাপারে যাদের কনফিউশন আছে তারা তাদের জবাব পেয়ে গেছেন।
২১অক্টোবর২০১৩
No comments:
Post a Comment