জনগণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় প্রধানমন্ত্রী!!


সরওয়ার ফারুকীর “মেইড ইন বাংলাদেশ” দেখেছিলাম অনেক আগে, সেখানে জাহিদ হাসানের একটি ডায়লগ ছিলো, “দেখেতো মনে হয় ভয় পাননাই, তয় আঙুল কাঁপে ক্যা?”
বাংলাদেশের ইতিহাসের সর্বকালের জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থা দেখে ডায়লগটি মনে পড়ে গেলো। “আপনি নাকি জনপ্রিয়তম প্রধানমন্ত্রী, তয় জনগণকে এতো ভয় পান ক্যা?”
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে শিবির আতঙ্কে তড়িঘড়ি করে খালি করে ফেলা হয় চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ। বুলেটপ্রুফ গাড়িতে থাকার পরেও জনগণের জুতাক্রমনের ভয়ে প্রেসক্লাবের আশেপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকার রাস্তা ও দোকানপাট বন্ধ করে দেয়া হয়। এমনকি প্রধানমন্ত্রীর সমাবেশস্থলের প্রবেশমুখেও ছিলো কড়ানিরাপত্তা, লাইনকরে চেকিংয়ের মাধ্যমে প্রবেশের অনুমতি দেয়া হয় সমাবেশে আগতদের।

মাননীয় নেত্রী! ২৪তারিখ এখনো বহুদূর, ২৮অক্টোবরের শহীদদের রক্তের গর্জন শুনে ভয় পাচ্ছেন? লগী-বৈঠায় কাজ হবেনা, বোরখা রেডি আছে, দাদাদের সীমান্ত আপনার জন্য খোলা......

১২অক্টোবর২০১৩

Post Comment

No comments:

Post a Comment