পিঁয়াজ’ডি-রসুনডি
(পিএইচডি) ডিগ্রি পাইতে হইলে আজকাল আর পড়াশোনার প্রয়োজন হয়না, ফেসবুক ইউজ
করলেই হয়। অতএব যেসকল ভাইয়ারা পিঁয়াজ’ডি করবেন বলে মাথার ঘাম পায়ে ফেলছেন,
তাদের প্রতি পরামর্শ রইলো ওইগুলো বাদ দিয়ে সত্ত্বর একখানা ফেসবুক আইডি খুলে
ফেলেন, ডিগ্রি নিজেই হাতে এসে ধরা দিবে।
কি বিশ্বাস হচ্ছেনা! প্রমাণ চান? তাহলে প্রমাণ দিচ্ছি।
কিছুদিন আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর সাথে সাক্ষাতের ঘটনা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, শিরোনাম ছিলো “বাঘের বাচ্চা দেখে এলাম” (https://www.facebook.com/ shamimreja/posts/ 619279374763497 )।
বিগত কিছুদিন ধরে দেখছি সালাউদ্দীন কাদের চৌধুরীর রায়ের ইস্যুতে সেই পোস্টের কপিপেস্টের বন্যা বয়ে যাচ্ছে অনলাইনে, সাথে রেফারেন্সও আছে। কপিপেস্টকারীরা আবার মারাত্মক ভদ্র, রেফারেন্স ছাড়া লেখা কপি করেননা।
যাই হোক, তারা পোস্টের নিচে রেফারেন্স দিয়েছেন।
Collected From
Dr. Shamim Reja Political Anlyst and Social
Media Personality.
পিয়াজ’ডি গবেষক ভাই-বোনেরা, উপরের ইংরেজী লেখাটার বাংলা অনুবাদ কি হইবে!!!!??? দেখলেনতো কত সহজেই 'ডঃ শামীম রেজা' হয়ে গেলাম!!
ফেসবুকে লেখালেখি করেন, হাসিনা আফার মতো পিঁয়াজ’ডি-রসুনডি ডিগ্রীর অভাব হইবেনা।
জানতে মুঞ্চায়, এতো সুন্দর ডিগ্রী সমূহ কোন সেই আল্লাহর বান্দা আমার নামের শেষে যুক্ত করেছেন!? ভাইজান একটু সামনে আসেন, আপনার খোমা মোবারক দর্শণ করে ধন্য হই।
সর্বেশেষ যে কথাটি বলতে চাই, “আমি ডিগ্রি পিয়েছি, আপনি পেয়েছেনতো?”
৩অক্টোবর২০১৩
কি বিশ্বাস হচ্ছেনা! প্রমাণ চান? তাহলে প্রমাণ দিচ্ছি।
কিছুদিন আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর সাথে সাক্ষাতের ঘটনা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, শিরোনাম ছিলো “বাঘের বাচ্চা দেখে এলাম” (https://www.facebook.com/
বিগত কিছুদিন ধরে দেখছি সালাউদ্দীন কাদের চৌধুরীর রায়ের ইস্যুতে সেই পোস্টের কপিপেস্টের বন্যা বয়ে যাচ্ছে অনলাইনে, সাথে রেফারেন্সও আছে। কপিপেস্টকারীরা আবার মারাত্মক ভদ্র, রেফারেন্স ছাড়া লেখা কপি করেননা।
যাই হোক, তারা পোস্টের নিচে রেফারেন্স দিয়েছেন।
Collected From
Dr. Shamim Reja Political Anlyst and Social
Media Personality.
পিয়াজ’ডি গবেষক ভাই-বোনেরা, উপরের ইংরেজী লেখাটার বাংলা অনুবাদ কি হইবে!!!!??? দেখলেনতো কত সহজেই 'ডঃ শামীম রেজা' হয়ে গেলাম!!
ফেসবুকে লেখালেখি করেন, হাসিনা আফার মতো পিঁয়াজ’ডি-রসুনডি ডিগ্রীর অভাব হইবেনা।
জানতে মুঞ্চায়, এতো সুন্দর ডিগ্রী সমূহ কোন সেই আল্লাহর বান্দা আমার নামের শেষে যুক্ত করেছেন!? ভাইজান একটু সামনে আসেন, আপনার খোমা মোবারক দর্শণ করে ধন্য হই।
সর্বেশেষ যে কথাটি বলতে চাই, “আমি ডিগ্রি পিয়েছি, আপনি পেয়েছেনতো?”
৩অক্টোবর২০১৩
No comments:
Post a Comment