টেলিফোন রঙ্গ


বঙ্গভবনে রঙ্গ মোবাইলে, কথা হইলে সারা,
হাকিলেন ম্যাডাম, কই সকলে, চামচা আছিস কারা?
ঘষিয়া হস্ত, চামচা সমস্ত, কোরাস করিয়া কয়,
জয় ভারত মাতাকি জয়!, জয় হাসিনা জয়।
নাহিদ, ইনু, মেনন,
কথা বলেছি কেমন?
তা ম্যাডাম বলেছেন মহা বেশ!
ফান্দে পড়িয়া, খালেদা জিয়া, নত হইবে অবশেষ।
আপনি হাজার ডিগ্রি ধারী, খালেদা ম্যাট্রিক পাশ
দেখিলাম তিনি, গালিতে না পারিয়া, করিতেছেন হাস-ফাঁস।
সাকা’র যোগ্য প্রেমিকা আপনি, আপনি মুজিব কন্যা।
মুখের ভাষায় আপনার যোগ্য, খালেদা কভু হননা।
হাসিয়া মুচকি, বাজিয়ে চুটকি, শেখ হাসিনা কয়,
বিজয় আমার হয়েছে বটে, তারপরেও ভয় হয়!
ডাকো সমস্ত টিভি ক্যামেরা, ডাকো সমস্ত দালাল
করিয়া প্রচার ফোনের কথা, টাকা করিবে হালাল।

করিয়া প্রচার ফোনের কথা, দালাল মিডিয়া কয়।
জয় ভারতের জয়, জয় হাসিনার জয়।
শুনিয়া সকল ঝগড়া বিবাদ, ছোট্ট শিশু হাসে,
ঝগড়াটে ঐ মিথ্যেবাদী, ক্ষমতায় কেমনে আসে!
অন্ধফকির ঝোপের ধারে, জোনাক পোকা গোনে,
বয়রা নারী নষ্ট ফোনে, রিঙের আওয়াজ শোনে।

শুনিয়া সকল আলোচনা, কাল নাগিনী তুলিয়া ফনা, ইনুরে ডাকিয়া কয়।
হানিপ্যারে লাত্থি দিছি, তোকে কেনো নয়?
ওরে মখা ও সাহারা,
আমি এখন দিশাহারা।
হারাই যদি ক্ষমতা এবার, জনতা ভাঙিবে হাড় !
ঘুমের ঘোড়ে শব্দ শুনি, মার, মার, মার।
বলিলেন সাহারা, হারিলে গোহারা, চিন্তার কিছু নাই,
কানে ধরিয়া, নাকে খত দিয়া, দাদাদের দেশে যাই।

৩০অক্টোবর২০১৩

Post Comment

No comments:

Post a Comment