শহীদ আব্দুল কাদের মোল্লা

শহীদ আব্দুল কাদের মোল্লা

ফাঁসি দিয়ে ভাবছো তুমি, বিজয় তোমার হলো,
বুঝলেনাতো এবার তোমার ষোলো আনাই গেলো।
খুনি,পিশাচ,ডাইনী তুমি! যেমন ছিলো বাপ,
সারা বাংলার নারী পুরুষ, দিচ্ছে অভিশাপ।
ইচ্ছে মতো দিচ্ছ ফাঁসি, ঠেকায় সাধ্য কার,
লক্ষ কাদের তৈরী হবে, করছি অঙ্গিকার।

শহীদ হতে চেয়েছিলো, বিলিয়ে দিয়ে প্রাণ,
ইচ্ছে তাহার পূরণ হলো, আল্লাহ মেহেরবান।
গলায় ফাঁসি ঠোটে হাসি, বীর মুজাহিদ আজ,
কাদের মোল্লার গায়ে দেখো, জান্নাতেরি সাজ।
প্রাণ ভিক্ষা দিতে গেলে, বললো সেযে হেসে,
জান্নাতেরি সুবাশ আমি পাচ্ছি অবশেষে!
তোমরা বড় বোকা আহা! করছো ভীষণ ভুল,
ফাঁসির মঞ্চ পেরিয়ে গেলে, জান্নাতেরি গুল।
আরতো মাত্র কয়েক কদম, বেহেশত দেখা যায়,
ব্যাকুল হৃদয় প্রভুর টানে, সেথায় যেতে চায়।
ভাগ্যে যাহা তাহাই হবে, হয়ে গেছে লেখা,
জান্নাতের ওই ফুল বাগানে আবার হবে দেখা।

১৩ডিসেম্বর২০১৩

Post Comment

No comments:

Post a Comment