এক ছিলো খুকি আর এক ছিলো মা,
মা-মেয়ে খুব ভাব, বাবা যা তা।
মা দেখে সিরিয়াল, ভারতীয় টিভি,
কোলে বসে শিখে নেয়, মেয়ে তার সবি।
পরকীয়া, দেহক্রিয়া, খুব বেশি সোজা,
শ্বশুর আর শাশুড়ী, সংসারে বোঝা।
মেকাপে-গেটাপে টাকা যায় সব,
বাবা খায় হিমশিম, খুব ছোট জব।
দামী দামী শাড়ি আর গহনার লোভে,
অন্যের হাত ধরে, মা যায় চলে।
বাবাটির মন ভার, আর নয় বিয়ে,
সৎ মায়ে খুব ভয়, একটাই মেয়!
মেয়েটাও বড় হলো, সাথে আছে টিভি,
হাতে তার ধরা থাকে, যুবকের ছবি।
ভারতীয় নায়কের চওড়া বুক,
ওই বুকে খুজে ফিরে মেয়ে তার সুখ।
একদিন খুব ভোরে বাবা হায় হায়,
এদিকে ওদিকে ছুটে ছুটে যায়।
মেয়েটিও চলে গেছে প্রেমিকের সাথে,
বাবাটির মন ভার, কেউ নেই পাশে।
ভারতীয় সিরিয়াল এখনো আছে,
প্রতিবেশী মা-মেয়ে সেটা খেয়ে বাঁচে
কবিতাঃ সিরিয়াল
শামীম রেজা
৩১/০১/২০১৪
মা-মেয়ে খুব ভাব, বাবা যা তা।
মা দেখে সিরিয়াল, ভারতীয় টিভি,
কোলে বসে শিখে নেয়, মেয়ে তার সবি।
পরকীয়া, দেহক্রিয়া, খুব বেশি সোজা,
শ্বশুর আর শাশুড়ী, সংসারে বোঝা।
মেকাপে-গেটাপে টাকা যায় সব,
বাবা খায় হিমশিম, খুব ছোট জব।
দামী দামী শাড়ি আর গহনার লোভে,
অন্যের হাত ধরে, মা যায় চলে।
বাবাটির মন ভার, আর নয় বিয়ে,
সৎ মায়ে খুব ভয়, একটাই মেয়!
মেয়েটাও বড় হলো, সাথে আছে টিভি,
হাতে তার ধরা থাকে, যুবকের ছবি।
ভারতীয় নায়কের চওড়া বুক,
ওই বুকে খুজে ফিরে মেয়ে তার সুখ।
একদিন খুব ভোরে বাবা হায় হায়,
এদিকে ওদিকে ছুটে ছুটে যায়।
মেয়েটিও চলে গেছে প্রেমিকের সাথে,
বাবাটির মন ভার, কেউ নেই পাশে।
ভারতীয় সিরিয়াল এখনো আছে,
প্রতিবেশী মা-মেয়ে সেটা খেয়ে বাঁচে
কবিতাঃ সিরিয়াল
শামীম রেজা
৩১/০১/২০১৪
No comments:
Post a Comment