চরমতম বিপদের মূহুর্তে আমরা কি করি? রাগে দুঃখে কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেলি! আর কাদের মোল্লা সাহেবের স্ত্রী কি করলেন?
তিনি জানতেন হাতে সময় বেশি নেই, আর মাত্র ৪ঘন্টা পরেই ঠান্ডা মাথায় খুন করা হবে জনাব আব্দুল কাদের মোল্লাকে। কসাই রেডি, ডাক্তার রেডি, আলোকিত মঞ্চও প্রস্তুত, অপেক্ষা শুধু ঘড়ির কাঁটা এগিয়ে চলার। না, তিনি স্বামীর জন্য কাদলেননা, বুকফাটা আহাজারিতে আকাশ বাতাস ভাসিয়ে দিলেননা! তিনি দ্বিধাহীন চিত্তে দুটি আঙুল উচিয়ে ইসলামের দুশমনদের বিরুদ্ধে বিজয় চিহ্ন প্রদর্শন করলেন।
তিনি বিজয় চিহ্ন দেখিয়ে এটাই বুঝালেন, তোমাদের এই আদালত চূড়ান্ত নয়, এরপরেও রয়েছে আরেকটি আদালত, আল্লাহর সেই আদালতে তোমাদের বিচার করা হবে।
তোমরা যেটাকে মৃত্যু ভাবছো, আমরা সেটাকে বিজয় হিসেবেই গ্রহণ করে নিয়েছি। একজন মুসলমানের জীবনের চূড়ান্ত কামনা শহীদের মর্যাদা, জনাব আব্দুল কাদের মোল্লা সেই মর্যাদাই পেতে যাচ্ছেন। একজন শহীদের স্ত্রী হিসেবে আমিও সেই বিজয়ের অংশিদার।
১১ডিসেম্বর২০১৩
তিনি জানতেন হাতে সময় বেশি নেই, আর মাত্র ৪ঘন্টা পরেই ঠান্ডা মাথায় খুন করা হবে জনাব আব্দুল কাদের মোল্লাকে। কসাই রেডি, ডাক্তার রেডি, আলোকিত মঞ্চও প্রস্তুত, অপেক্ষা শুধু ঘড়ির কাঁটা এগিয়ে চলার। না, তিনি স্বামীর জন্য কাদলেননা, বুকফাটা আহাজারিতে আকাশ বাতাস ভাসিয়ে দিলেননা! তিনি দ্বিধাহীন চিত্তে দুটি আঙুল উচিয়ে ইসলামের দুশমনদের বিরুদ্ধে বিজয় চিহ্ন প্রদর্শন করলেন।
তিনি বিজয় চিহ্ন দেখিয়ে এটাই বুঝালেন, তোমাদের এই আদালত চূড়ান্ত নয়, এরপরেও রয়েছে আরেকটি আদালত, আল্লাহর সেই আদালতে তোমাদের বিচার করা হবে।
তোমরা যেটাকে মৃত্যু ভাবছো, আমরা সেটাকে বিজয় হিসেবেই গ্রহণ করে নিয়েছি। একজন মুসলমানের জীবনের চূড়ান্ত কামনা শহীদের মর্যাদা, জনাব আব্দুল কাদের মোল্লা সেই মর্যাদাই পেতে যাচ্ছেন। একজন শহীদের স্ত্রী হিসেবে আমিও সেই বিজয়ের অংশিদার।
১১ডিসেম্বর২০১৩
No comments:
Post a Comment