প্রভুর তরে

মানুষের তরে যাহাই করি, প্রভুর তরে নয়,
মিছে সবি, ধোঁকা সবি, সবি অপচয়।
যতটা বেলা কাটলো খেলায়, তুমুল আনন্দে,
কাব্য হলো, গল্প হলো, গানেরো ছন্দে।
দিবস শেষে সন্ধ্যা হবে, রাত্রি নিকষ কালো,
সেই আধারে আসবে কি চাঁদ, আসবে কোমল আলো।
এই যে আমার প্রিয় মানুষ, বিপুল পরিচয়,
চক্ষু দুটি বন্ধ হলে, কেউতো আমার নয়।
প্রভু আমায় দাও হিদায়াত, তোমার পথের নূর,
দিবস রাতে চাই গাহিতে, তোমার গানের সুর।
এই দুনিয়ায় চাইছি যাহা সবই মিছে ভুল,
মাটির দেহ মাটি খাবে, রইবেনা এক চুল।
আমার যত প্রিয় ছিলো, আমার যত চাওয়া,
হয় যেনোগো পরকালে সবই আমার পাওয়া।
প্রভু আমায় দাও হিদায়াত, তোমার পথের দিশা,
আধার গুলো যাক টুটে যাক, কাটুক অমানিশা।

কবিতাঃ প্রভুর তরে
© শামীম রেজা
১৯/০৪/২০১৪

Post Comment

No comments:

Post a Comment