নিচ্ছ মায়ের খোঁজ?


মাকে নিয়ে দিবস করি, বিবস করি মন,
বৃদ্ধ মাতা, রোগে ভোগে, বকে সারাক্ষণ।
নেইনা খবর মা জননীর, সময় আমার কই?
লক্ষী বউয়ের আচল তলে, সারাটা দিন রই।
ভাল্লাগেনা বুড়ির কথা, ছাতার মাথা সব,
এটা খাবে সেটা খাবে, বুড়ির অনেক সখ।
ঝাড়ি মারি, বুড়া বেটি চেঁচায় সারাদিন,
মরেনা ক্যান, প্যান প্যানানী বুড়ি লজ্বাহীন।
শ্বশুর বাড়ির কুটুম্বরা ভাবছে জানি কি,
বুড়ির জ্বালায় মুখ হারিয়ে মরতে বসেছি।
শাশুড়ি মা ভদ্র অনেক, আদর ভরা মন,
এই ভুবনে তাহার মতো নেইতো আপন জন।
আজকে আমি দিবস খুঁজি শাশুরি মা’র তরে,
আমার যত শ্রদ্ধাগুলি তাহার চরণ পরে।

কাব্য পড়ে দিচ্ছ গালি, বকছো আমায় খুব,
কইবোনাতো জবাব কিছু, রইবো আজি চুপ।
তোমরা যারা মা মা করো, আবেগ দেখাও রোজ,
হাত দিয়ে কও বুকে তোমার, নিচ্ছ মায়ের খোঁজ?

কবিতাঃ নিচ্ছ মায়ের খোঁজ?
© শামীম রেজা
১২/০৫/২০১৪

Post Comment

No comments:

Post a Comment