এস.এস.সি কৃতকার্য অকৃতকার্য সবাইকে শুভেচ্ছা।


২০০২সালের কথা, এস.এস.সি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমাদের ওয়ার্ডের ৫টি স্কুলের মধ্যে সব চাইতে ভালো রেজাল্ট করেছেন রিমণ ভাই। এলাকাতে তুমুল হৈচৈ পড়ে গেলো, সবাই দলে দলে রিমণ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছে, মুরব্বিরা দোয়া করে দিচ্ছেন, “বাবা অনেক বড় হও”। রিমণ ভাইয়ের জিপিএ ছিলো সম্ভবত এ মাইনাস (A-)। রিমণ ভাইকে স্থানীয় ছাত্রশিবিরের পক্ষ হতে সংবর্ধনা দেয়া হইলো। সেকি বিশাল ব্যাপার স্যাপার।

গত বছরের কথা, এলাকার এক ভাবী বাসায় খবর দিলেন, গিয়ে দেখি তিনি চিন্তিত মুখে বসে আছেন। জিজ্ঞাসা করলাম, কি খবর ভাবী এতো জরুরী তলব?
‘আর বইলোনা, তোমার ভাইঝি এবার পরীক্ষা দিছে, কি লিখছে না লিখছে আল্লাহই ভালো জানে! ওর প্রশ্নগুলো একটু দেখোতো, পাশ করবো নাকি?”
যেসব প্রশ্ন মার্ক করা আছে অর্থাৎ পরীক্ষার খাতায় লেখা হয়েছে বেছে বেছে সেগুলো হতে কিছু কিছু প্রশ্ন ধরলাম।
যে প্রশ্নই জিজ্ঞাসা করি কমন উত্তর, বলতে পারিনা, ভুলে গেছি, পাশের জন থেকে দেখে লেখছি ইত্যাদি ইত্যাদি।
মেয়েটাযে চরম পর্যায়ের অগা টাপের সেটা আগে থেকেই জানতাম এবং প্রশ্ন যাচাই করে বুঝলাম ইহ জনমে এই মেয়ে এস.এস.সি পাশ করতে পারবেনা। তারপরেও হাসি হাসি মুখ করে ভাবীকে শান্তনা দিয়ে আসলাম। টেনশিতো হইয়েননা, পাশ মার্ক উঠবে ইনশাআল্লাহ।

পরীক্ষার রেজাল্ট দিলো, সারাদিন এতো ব্যস্ত ছিলাম, খবরই নাই। বাসায় এসে শুনলাম ওই ভাবী নাকি আমার সন্ধানে দুই-তিনবার লোক পাঠাইছেন। মোবাইলে চার্জ ছিলোনা বলে মোবাইলও বন্ধ। সোজা তাদের বাসায় চলে গেলাম, গিয়ে দেখি এলাহী ব্যাপার স্যাপার, নানা রকমে মিষ্টিতে সয়লাভ পুরো ঘর, মেয়ে ৪.৫০ পয়েছে!!
হতবিহ্বল আমার মুখ থেকে শুধু একটা কথাই বেরিয়ে এলো, ‘কেমনে পাইলি!!’
ভাইঝি আফসোস করে বলছিলো ‘ইস! কাকা একটুর জন্য এ+ মিস হয়ে গেলো’।
আমিও বলছিলাম, হু মিস হয়ে গেলো।

আজকে এস.এস.সি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, পাশের হার ৯১.৩৪%। জিপিএ-৫ পেয়েছে ১লক্ষ ৪২হাজার ২৭৬জন

এই কৃতিত্ব ছাত্রদের নয়, এ কৃতিত্ব বর্তমান সরকারের। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে সাকিব আল হাসান ছক্কা পিটায়, আওয়ামীলীগ ক্ষমতায় আসলে ছাত্ররা এ+ পায়। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে ৯১%ছাত্র পরীক্ষায় পাস করে।
সত্যিই শিক্ষার মান অনেক উন্নত হয়েছে! জয় আওয়ামীলীগ, জয় বাংলা!

লেখাঃ এস.এস.সি কৃতকার্য অকৃতকার্য সবাইকে শুভেচ্ছা।
© শামীম রেজা
১৭/০৫/২০১৪

Post Comment

No comments:

Post a Comment