আনন্দরে আনন্দ

আনন্দরে আনন্দ তুই কোথায় থাকিস বল!
তুই কি আমার খুশির ক্ষণে মায়ের চোখের জল?
অথবা তুই বড় আপুর, বাহু ধরা ভাই,
ছোট বোনের হাসির ঝিলিক, খুশির সীমা নাই।
আনন্দরে আনন্দ তুই কোথায় থাকিস বল!
তুই কি আমার নানুর দোয়া, অশ্রু ছল ছল?
অথবা তুই বাবার হাসি, ছেলের তরে টান,
কিংবা আমার একলা দুপুর, আমার লেখা গান।
আনন্দরে আনন্দ, তুই কোথায় থাকিস বল!
তুই কি আমার প্রবাস থাকা, বড় ভাইয়ের কল?
কিংবা আমার ছোট ভাইয়ের, নরম গলার স্বর,
খালা ফুফুর আদর-সোহাগ, মায়া জীবন ভর।
আনন্দরে আনন্দ তুই কোথায় থাকিস বল!
তুই কি আমার স্বপ্ন দেখা, সুখের অশ্রু জল।

কবিতাঃ আনন্দরে আনন্দ
© শামীম রেজা
১৮/০৪/২০১৪

Post Comment

No comments:

Post a Comment