স্বাধীনতা ফেরত চাই


ওইযে মোদি আসছে তেড়ে, তোমরা যারা ভয় দেখাও
সুযোগ বুঝে কংগ্রেসের, ধুতির নিচে মুখ লুকাও।
তোমারতো হায় সুদিন ছিলো, কংগ্রেসের শাসনে,
কি-বোর্ড জুড়ে জিহাদ ছিলো, গদি আটা আসনে।
তারো আগে বোম ফুটালে, দেশটা জুড়ে তুললে ঝড়,
‘র’ এর টাকায় জিহাদ হলো, করলে বিরান আপন ঘর।
প্রশ্ন করো আমার কথা, পাঁচটি বছর কই ছিলাম!
কংগ্রেসের আপ্যায়নে, বাড়ি ছাড়া হইছিলাম।
আমার দেশের সাতক্ষিরাতে ছেলে হারা মায়ের চোখ,
স্বামী হারার অশ্রু জলে, দালাল তোমার পতন হোক।
সাঈদি সাহেব জেলে পঁচে, কাদের মোল্লার হয় ফাঁসি,
কংগ্রেসের শাসন আহা! মধু মধু রাম হাঁসি।
প্রশাসনে হিন্দু এলো, হিন্দু শাসন চলছে দেশ,
কংগ্রেসের নগ্ন থাবায়, বিলাপ করে কাঁদছে দেশ।
তারপরেও মোদি খারাপ, আরো খারাপ বিজেপি,
কংগ্রেসের লাত্থি ভালো, মোহন তোমার বাপ নাকি?!
আমার কাছে দুটোই সমান, শুকনা-ভেজা তফাত নাই,
দালাল শাহীর পতন করে, স্বাধীনতা ফেরত চাই।

কবিতাঃ স্বাধীনতা ফেরত চাই
© শামীম রেজা
১৭/০৫/২০১৪
8

Post Comment

No comments:

Post a Comment