ভোগ করি ফ্রিডম

এই নাও প্যাকেটে ভরা আছে কনডম,
ফান করো, গাও গান, ভোগ করো ফ্রিডম।
তোমরাই ছাত্র, তোমরাই শক্তি,
তোমাদের দেখলে করে জাতি ভক্তি।
ক্যাম্পাসে কত মেয়ে, রঙ ঢং ড্রেসে,
মডেলিং ক্যাট ওয়াক, ছবি আসে প্রেসে।
সাবধান, ভাইরাস, এইডস হলে মরবে,
হাতে রেখো কনডম, নির্ভয়ে লড়বে।
ওকে স্যার, সাবধান, আজ হতে আমিও,
কথাগুলো বলেছিলো গার্ল ফ্রেন্ড তানিও।
তানিয়া! কোন তানি, তোমাদের ক্লাসের?
জ্বি স্যার, সুন্দরী, কপিপেস্ট ভেনাসের!
শিক্ষক ঘেমে যায়, থর থর কাঁপুনি!
ঔষধ খুঁজে ফেরে, উঠে গেছে হাঁপানি।
পায়ে ধরি বাবাজি একটাই মেয়ে মোর,
শিক্ষক হয়েও করি দুই হাত জোড়।
ছিহ! স্যার ছেড়ে দিন, আপনিও সেকেলে,
লং ড্রাইভ সিডিউল, আজকেই বিকেলে।
ভয় নেই এইডস-এর হাতে আছে কনডম,
ফান করি, গান গাই, ভোগ করি ফ্রিডম।

কবিতাঃ ভোগ করি ফ্রিডম
© শামীম রেজা
২৭/০৪/২০১৪

(নর্থ সাউথ ভার্সিটিতে কনডম বিতরণের প্রেক্ষাপটে রচিত)

Post Comment

No comments:

Post a Comment